পাতা:প্রেমিক গুরু.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেমিক-গুরু هيbه ډ: হসিত বয়ানে চাহে মেঘ পানে কি কহে ছহাত তুলি । এক দিঠ করি ময়ুর ময়ুরী কণ্ঠ করে দিরাক্ষণে । চণ্ডীদাস কয় নব পরিচয় f কালিয়া বধুর সনে । রাধা ক্রমশ: যোগিনী -উদাসিনী হইয়া উঠিলেন। কৃষ্ণকে মনে পড়িলেই তিনি মূৰ্ছিত হইয়া পড়িতেন । কালিয় লরণ হিরণ পিধন যখন পড়য়ে মনে । মুরছি পড়িয়া কাদয়ে ধরিয়া সব সর্থী জনে জনে ॥ রাধা শুধু যোগিনী নহেন, তিনি উন্মাদিনী—পাগলিনী হইলেন । তরুণ মুরলী করিল পাগলী রহিতে নারিকু ঘরে । সবারে বলিয়া বিদায় লইনু কি করিবে দোসর পরে ॥ রাধিক প্রেমে ক্ৰন্দনময়ী,—তাহার পূৰ্ব্বরাগে মুখ নাই, প্রেমে মুখ নাই, মিলনে সুখ নাই। মিলনেও তিনি আশঙ্কাময়ী-যাতনাময়ী -- দুহু কোরে দুই কাদে বিচ্ছেদ ভাবিয়া । মিলনেও রাধার দেহবোধ নাই—প্রিয়-সম্ভোগ রসাস্বাদ নাই— o এ কাল মন্দিরে श्रांछ्लिी यूरनद्रौ কোরহি শু্যামের চন্দ ।