প্রেম-ভক্তি Sశివ AMMAAA AAAA SAAAAA AAAA AAAA AAAAMAMMAA ASASASA AAAeeeS SeA AMAMMAMMMMAMMMAMAMAM AAAA AAAA AAAA AAAAA তবহু তাহার পরশ না ভেল এ বড়ি মরম ধন্দ ॥ রাধার প্রেমে কেবলই আকুলতা—কেবলই মৰ্ম্মজালা— একে ফুলবর্তী ধনী তাহে সে অবলা । ঠেকিল বিষম প্রেমে কত সবে জ্বালা ৷ অকথন বেয়াধি এ কহা নাহি যায় । যে করে কামুর নাম ধরে তার পায় ॥ পায়ে ধরি কাদে চিকুর গড়ি যায়। সোনার পুতলি যেন ধূলাতে লোটায়। আগ্নেয়গিরি যেমন দ্রবময়ী জ্বালা প্রসব করে—ঐরাধিকার হৃদয়ও তেমনি পূৰ্ব্বরাগে,মিলনে,সস্তোগে,রসোদগারে সর্বকালেই এক অনিৰ্ব্বচনীয় অবিচ্ছিন্ন সৰ্ব্ববিনাশিনী সৰ্ব্বগ্রাসিনী জাল উদগীরণ করিয়াছে। তাহার মুখে যন্ত্রণা, যন্ত্রণায় মুখ, প্রেমে যন্ত্রনা, যন্ত্রণায় প্রম ; প্রেমের ধারাই এইরূপ-- সুখের লাগিয়া যে করে পারিতি দুখ যায় তার ঠাই । রাধিকার দুঃখের পরিতি ; তাই যেন তাহার অবিরত – হিয়া দগদগি পরাণ পোড়নি । স্বালামুখী সঙ্কুল হিমালয় হইতে পবিত্র মন্দাকিনীর সলিল প্রবাহিত হইয়া জগজ্জনকে যেমন পবিত্র ও শীতল করিয়াছে, তেমনি রাধার প্রেমজালামুখী হইতে শত শত ভাব-প্রবাহ ছুটিয়া ভক্তগণকে পবিত্র ও কৃতাৰ্থ করিয়াছে । 鯰 প্রেমে প্রতিদ্বন্দ্বী না থাকিলে চরম বিকাশ হয় না, তাই কৃষ্ণপ্রেমে
পাতা:প্রেমিক গুরু.djvu/১২৭
অবয়ব