প্রেম-ভক্তি 8 কাহারও বিদ্যাবুদ্ধির প্রয়োজন হয় ? ভক্তির আবির্ভাবে ভক্তের হৃদয়ে আপন হইতে জ্ঞানের ভাণ্ডার খুলিয়া যায়। ..} ভক্তি বয়সেরও অপেক্ষ রাখে না । একমাত্র পরিণতবয়স্ক বৃদ্ধ ব্যতীত অন্তে ভক্তির অনধিকারী, এরূপ ধারণা নিতান্ত ভ্ৰমমূলক । বরং বাল্য বয়সেই ভক্তিলাভের জন্ত যত্ন করা কৰ্ত্তব্য । বালকের কোমল হৃদয়ে ভক্তিবীজ উপ্ত হইলে, অচিরেই বৃক্ষোৎপত্তির সম্ভাবনা । সয়তানের উচ্ছিষ্ট দেহমন লইয়া বৃদ্ধ বয়সে ভগবৎ-সেবা করিতে যাওয়া বিড়ম্বন৷ মাত্র । ভক্তচূড়ামণি প্রহ্লাদ বলিয়াছেন ;– কৌমার আচরেৎ প্রাজ্ঞো ধৰ্ম্মান ভাগবতানিহ । দুলভং মানুষং জন্ম তদপ্যধ্রুবমর্থদম্ ॥ — শ্ৰীমদ্ভাগবত । বাল্য বয়সেই ভাগবতধৰ্ম্ম আচরণ করিবে, জীবন কয় দিনের জন্য ? মনুষ্যজন্মই ঢুলভ, তন্মধ্যে সফলকাম জীবন নিতান্তই অধ্রুব । সারাজীবন অধৰ্ম্মাচরণ করিয়া বৃদ্ধ বয়সে মৃত্যুভয়ে অস্তির হইলেও আর ভক্তি সাধনের সময় পাইবে না । বিশেষতঃ ভক্তিহীন হইয়। বিদ্যা বা ধন উপার্জন করিলে, তাহ কেবল ধুৰ্ত্ততা ও শঠতার পরিপোষক হইয়া দাড়ায়। অতএব ভক্তি উপাজ্জন করিতে জাতি, কুল, বয়স, ধন, বিদ্যা প্রভৃতি কিছুরই অপেক্ষ নাই। ব্যাধের আচরণ, ধ্রুবের বয়স, গজেন্দ্রের বিদ্যা, সুদাম বিপ্রের ধন, বিছরের বংশ, উগ্রসেনের পৌরুষ, কুজার রূপ সাধারণের চিত্তাকর্ষক দূরে থাকুক, ধরং উপেক্ষার বিষয়। তথাপি ইহারা ভগবৎ কৃপা লাভ করিয়া ভক্তমধ্যে পরিগণিত হইয়াছেন। ভক্তি-প্রিয় ভগবান কেবল ভক্তি দ্বারাই সস্তষ্ট হন, কোন গুণের অপেক্ষ রাখেন না । যথা :
পাতা:প্রেমিক গুরু.djvu/৬৫
অবয়ব