পাতা:প্রেম-ভিখারিণী.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । 'eet ইহার গঙ্গা প্রাপ্তি হইবে আহ। ইংtয় কেহই নাই। ধাক্কার ইহাকে আনিয়াছিলেন র্তাহার নিকটে থাকিলে ইহার এত কষ্ট হইত না । যাঙ্ক হউক যাহাতে ইহার গঙ্গা প্রাপ্তি হয় সে বিষয়ে আমরা তাচ্ছিল্য করিয়া, মা গঙ্গাদেবীর নিকট কেন অপরাধী হইব ? যাহাতে ইহার গঙ্গা প্রাপ্তি এবং সুচাবকপে সৎকারাদি কাৰ্য্য নিৰ্ব্বাহ হয় তাহাতে আমবা বিন্দুমাত্র তাচ্ছিল্য করিব না। খরচ পত্রাদি সেই বাবুঢ়ীর নিকট হইতে ধবিয়া লইব। একটু পরিশ্রম কৰিলে যদ্যপি ইহাব গঙ্গাপ্রাপ্তি হয় তবে কেন বিলম্ব করি ভাইসকল, তোমরা প্রস্তুত হও, ইহাকে যঙ্গীবাড়ীতে লইয়া যাইতে হইবে শ্মশানের নাম যন্ত্রীবাড়ী। ত্ৰয়োবিংশ পরিচ্ছেদ । একটি ফুল ফুটিলে বন আলোকিত হইয়া যায়,—সেীগন্ধে চতুর্দিক আমোদিত কবে। যে দেশে দেবেন্দ্রর স্তায় ধাৰ্ম্মিক যুবক সৰ্ব্বস্ব ত্যাগ কবিয়া কেবলই নিঃস্বার্থ পরোপকার এই মঞ্চ ব্রত গ্রহণ করিয়া, লোকেৰ দ্বারে দ্বাবে দুৰ্দ্দান্ত ও অশিক্ষিত যুবকদিগের কানে কানে, স্কুল, সভাতে মন্দিরে, প্রকাশ্বে, বাহিরে, সৰ্ব্বত্রে এই মন্ত্র বিঘোষিত করিতেছেন ; অসময়ে হাজার হাজার কৃষক মগুলির জীবনদান কবিতেছেন এবং সৰ্ব্বোপবি দেশীয় যুবকদিগের মধ্যে যাহাঁদের চরিত্র সংশোধিত না হইলে এতদিন দেশের মধ্যে বিন্দুমাত্রও শাস্তি প্রচারিত হইত না, ববং তৎপরিবর্তে কি ভয়ানক বীভৎস অত্যাচার সকল সম্পাদিত হইত তাছা ভাবিতেও এখন শরীর কণ্টকিত ইষ্টয় উঠে; এই সকল লোকের জন্য খাটতেছেন। সেই বিধু এবং তাহার সঙ্গীগণ কোন অত্যাচার, কোন্‌ কুৎসিত