পাতা:প্রেম-ভিখারিণী.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । ఫి কৃযক । ধৰ্ম্মাবতার ! भडू । कि झईबांश् ? কৃষক। ধৰ্ম্মাবতার, কাল রাত্রিতে আমার ‘মাতৃবিচ্ছেদ” হুইয়াছে। (ক্রনন ) কি প্রায়শ্চিত্ত আছে ? শঙ্কু। দূর হ শালা-কি হয়েছে খুলিয়া বল—বুঝি। 纖 কৃষক। ধৰ্ম্মাবতার—মাতৃবিচ্ছেদ ! (ক্রনন ) ভট্টাচাৰ্য্য মহাশয় পণ্ডিত, সুতরাং অনায়াসে রহস্ত ভেদ করিতে সক্ষম হইলেন। বলিলেন তোর মা মরেছে ? রুষক। ধৰ্ম্মাবতার মাতৃবিচ্ছেদ, হ্যা । ধৰ্ম্মাবতার প্রায়শ্চিত্তের বিধান করেন। র্তাহার উপার্জনের ইহা এক পথ । তদ্ব্যতীত তাহার কয়েক ঘর যজ্ঞমান আছে। দিনমানে যজমানের বাট বাট ঘুরিয়া প্রতিদিন সন্ধ্যার সময় যে দিন যেমন জুটত—কিছু হাতে করিয়া বাটতে ফিরিতেন। যথা বিধান দ্বার আগস্তুককে বিদায় করিলেন । ধৰ্ম্মাবতীর কৃষকদিগের কৰ্ম্মক্ষেত্রে উপস্থিত হইয় তাহাদিগকে নানা কথায় মোহিত করিয়া কখন ক্রু অtট ধান কখন দুটা বেগুণ প্রাপ্ত হইতেন। ইনি কথায় কথায় মানুষকে আশীৰ্ব্বাদ করেন-- ইহাতে যে গলিয়া যাইবার সে গলিয়া যায়। শম্ভুনাথের ইহাতে আশ্রয় অনেক। শম্ভুনাথ এক কৃষককে পদধূলি দিয়া একটা আম গাছের গুড়ি পাইয়াছিলেন । স্বয়ং তাহ ছেদন করিয়া ঝুড়ি পুরিয়া বেলা দ্বিপ্রহরের সময় বাটতে আসিলেন। একটু জল চাছিলেন কিন্তু ব্রাহ্মণী কোথায় । भडूनांथं दिक प्रब किं९कांब रुब्रिटनन-छण नाहे ? “दांद खण চাই” ? এই কথা বলিয়া কস্ত জল আনিয়া দিলেন । আঁচলে wকিঞ্চিৎ মুড়ী ছিল খুজিয়া দিলেন। শম্ভুনাথ তৃষ্ণ নিবারণ করিলেন।