পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । לסי সরে । কি তুর্দান্ত বিধু। এখানে নরেঞ্জ থাকিলে তোমার সমুচিত প্রতিফল দিতাম । এই বলিয়া সরোজিনী সজোরে তাহার হস্ত ছাড়াইলেন । বিধু বলপ্রয়োগ অভিপ্রায়ে মুসিদ্ধ হইবে না ভাবিয়া-নিরস্ত হইল এবং কহিল সরোজিনী আজ তোমার এবং নরেন্দ্রর সকল ঘটায়ু আমি স্বচক্ষে দেখিয়াছি । এই মাত্র আমি তথা হইতে আসিয়াছি । পূৰ্ব্বে বলিয়াছি নরেন্দ্ৰ যাহাব অনুসরণ করিয়াছিলেন সে-বিধু ! বিধু কঁাপিতে কঁাপিতে এই কথা বলিয়া চলিয়া গেল, এমন স্বতন্ত্র বন্দোবস্ত করিতে হইবে। দেখ, তোমাকে আমার হস্তে আনিব এবং আমার আশা সাধ মিটাইয় পূর্ণ করিব । তোমাদিগকে অপবাদ ফি দিব, অপবাদ, ইহা সামান্ত ইহাপেক্ষ গুরুতর কিছু করিতে হইবে । আমি চলিলাম। এই কথা বলিয়া অগ্নিশৰ্ম্ম যুবক থর থর করিয়া কঁাপিতে কঁাপিতে তথা হইতে বেগে প্রস্থান করিল। সরোজিনী স্কুলে ধাইলেন । সপ্তম পরিচ্ছেদ । অক্ষয়বাৰু-যিনি স্কুলের সেক্রেটেরি ছিলেন, পূৰ্ব্বে ৰল হইয়াছে। ইনি একজন ধনী প্রবীণ ব্রাহ্মণ দ্বাদগুষ্ঠ গ্রামেই নিবাস । ইনি মস্তকে পাগড়ী বাধিয়া স্কুল, এবং বারয়ারি প্রভৃতির চাদ আদায় করেন, সৰ্ব্বদাই ব্যস্ত। আহার এবং বিশ্রামের অবকাশ নাইকেবলই ঘুরির ঘুরিয়া বেড়ান। গতিবিধি সৰ্ব্ব স্থানেই অনিবাৰ্য্য। কথা কহিবার সময় মিঃশীর্থ হাসিতে গাল ভরিয়া, যায়,-গাধারণে তাহ নিষ্কপটে বিশ্বাস করে । তদ্ব্যতীত তিনি ইংরাজিতে কথা কহিতে পারেন, কথা কহিবার সময় সকলে ছ। कद्विशां फांकाहेब्र थांtक् ।