বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । ❖ፃ শম্ভুকে প্রাণে মারিলে কোনও ফল নাই-বৃদ্ধ ব্রাহ্মণ, মরিতে অধিক বিলম্ব নাই—প্রাণে মাবিব না। মান ত যথেষ্টই আছে ? ধন-সে ত তিখারী,—রীতিমত ভিক্ষাই তাহার জীবিক, তবে কেমন করিয়া জাহাকে জবা করিব, কি উপায়ে তাহার প্রতিশোধ লইব ? এমন কোন উপায় অবলম্বন করিতে হইবে, যাহাম্বারা শস্তু এবং নবেঞ্জ উভয়কে জব্দ কবিতে পাবা যায়, অধিকন্তু তাহাঙ্গে আমারও ইষ্টসিদ্ধ হইবে—এরূপ কোন উপায় অবলম্বন না করিলে, কিছুতেই আব মুস্থিৰ হইতে পাবিতেছি না। সে উপায় কি ? হরি হবি -যাহ মনে কল্পিযাছি তাহা কাৰ্য্যে পবিণত করিব। আমি বিধু, কাহাষ দেখিয়া ভীত হইব–বরং আমায় দেখিয সকলেই ভীত। যাহাহউক একবার অক্ষয়বাবুর সহিত পরামর্শ অtটতে হইবে। তারপব একবার হরিৰ মত লইতে হইবে অক্ষয়বাবুকে জামি যে বিষয় অস্থবোধ করি, তাহাতে তিনি দ্বিরুক্তি করেন না । হরি ৪ কি দ্বিরুক্তি করিবে ? কখন না । | হবি বিধুব অন্তরাত্মা । হবি একজন বুধপুরুষ। দেখিতে অতি মুন্দর-কেমন মুনাব তাহ বলিতেছি । গোলাপ জামেব দ্যায় গণ্ডদ্বয় বিম্বফলের ন্যাস ওষ্ঠ এবং অধব-লাল টুকটুকে । কোকড়ান কেশ, ঘোড়া ক্র, বড়মানুষের ছেলে হেসে খেলে নেচে কেঁদে বেড়ায়, ভাল খায়, বিধু তাহার শিক্ষাগুক, বুকে চাদব বাধিয়া চুরুটের পাইপ মুখে দিয়া, এবাড়ী ওবাডী করিযা বেড়ায় । অক্ষয়বাবুর পুজের দিকে চাহিতে বড় একটা অবকাশ হয না । বিধু ক্রমে ক্রমে হবিকে চুকট ছাড়াইয়া তামাক,তামাক ছাড়াইয়া আরও কিছু এইরূপে সপ্তমের সীমা স্পর্শ করাইয়াছে । হরির উপর বিধুৰ সমস্ত কর্তৃত্ব দেখিতে পাওযা যায়। হরির বাটর পরিবারদিগেরও উপব তাছাই। বিধু হরির সহিত কি একটি ( 8 )