বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬ প্রেম-ভিখারিণী । সরো। বাল্যপ্রণয় কদাপি নষ্ট হয় না । নরেঞ্জ। সে কি ?—চিরকাল একভাবে থাকে ? সরো। কেন থাকিবেন ? নরেন্দ্র । আচ্ছ,—তোমার আমার প্রণয় ? সরে । চিরকাল একভাবে থাকিবে-কখন নষ্ট হইবে না । নরেন্দ্র । তুমি জান না, সরো—যখন তুমি বয়স্ক হইবে, তখন বিবাহিত হইয়া অঞ্চ পাত্রে দ্যস্ত হইবে। সরোজিনীয় মস্তক নত হইয়া পড়িল । নরেন্দ্র দুই হস্তে মুখখানি তুলিয়া—চোকের উপর চোক দিয়া জিজ্ঞাসা করিলেন লজ্জিত হইয়াছ ? সরোজিনী জোর করিয়া মন্তক নিচু করিয়া অঙ্কুটুম্বরে কছিলেন अज्छ कि ? নরেন্দ্র সরোজিনীর সলজ্জ বিনয়াবনত মুখ খানির নিকট মুখ লইয়া গিয়া কহিলেন, সরো–কথা কওঁ । পুরুষ নিলন্তর্জ। অনেকক্ষণের পর সরোজিনী কহিলেন, তোমার মন-ভাব আমি বুঝিতে পারিয়াছি,—আশঙ্কা করিতে হুইবে না। সরোজিনী কহিলেন,—তুমি এবং আমি, আমরা উভয়ে পরস্পরের সৰ্ব্বস্ব। বিবাহ-জানিনা । অষ্টম পরিচ্ছেদ । বিধু এক্ষণে অপার চিদ্ভীৰু ভাসমান—কেন না তাহার আশা বলবতী হইতেছে না। এক দিকে শম্ভুনাথকে জব্দ করা, অপরদিকে নরেন্দ্রর নামে অপবাদ দিয়া, স্বীয় অভিসন্ধি চরিতার্থ করা-ইহার কোন দিকে কিছু হইতেছে না?-এজন্য বিধু সৰ্ব্বদা চিন্তাবিত Po ♥ ♥ቀ