পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । &? পারিতেছে না। অক্ষয়বাবুর বেশ মত আছে, দিন স্থির করিয়া লইয়াছে। অক্ষয়বাবু, মেয়েটির প্রশংসা যার তার মুখে শুনিয়া বড়ই খুসি। যখন হরির সহিত বিবাহের প্রস্তাবই হয় নাই, তখন কাহারও মুখে সরোজিনীর প্রশংসা শুনিলে অক্ষয়বাবুর ইচ্ছা হইল আমারই সন্তানের সহিত এই মেয়ের বিবাহ হইলে শোভা পায় টুকটুকে ছেলে, টুকটুকে মেয়ে তার পর বিবাহের প্রস্তাবের দিম, অক্ষয়বাবু আকাশের চাদ হতে পাইয়াছিল বিধুর উপর তাহার কুবিশ্বাস কখনও নাই। সস্তানের বুকে চাদর বাধা দেখিয়াছেন, জামার ব্রেষ্ট্রের উপর গোলাপ শোভা পাইতে দেখিয়াছেন, মুখে চুরটের পাইপ দেখিয়াছেন, কিন্তু তিনি সন্তানকে কখনও কিছু বলেন নাই। লোকে তাহার সম্মুখে দাড়াইয়৷ ই কথা কহিলে, “কালেব স্বধৰ্ম্ম বলিয়া” নিরঞ্জ করিতেন। কেহ বিশেষ অনুরোধ করিলে কহিতেন-মন'বয়সে আমরা চক্ষু চাহিতে পারিতাম না দুপুরের পূর্কে, দিবস কি রজনী বুঝিতে পারিতাম না । মা বকিতেন, বাবা গালি দিতেন—মতবাং ঘরে থাকা ঘাটত না । তা বলিয়া আমরা কি লেখা পড়া শিখি মাই—ইংরাজি শিখি নাই ? আমাদের মুখের কাছে কে মুখ পাতিতে পারে? দেখ, সব কপাল! কপাল ! বিষ্ণু, শঙ্কুকে কহিল-দেখুন মশাই। আপনি আপনার প্রাপ্য দইবেন না, তবে আমাদের কি দোষ ? এই বলিয়া বিধু দশটা টাকা শম্ভুনাথের সন্মুখে নিক্ষেপ করিল। শম্ভুনাথ আকর্ণ-বিস্তৃত হাস্ত সহকারে-ই হ, হে হে, হাসিতে সিতে, হালি কাশিতে পরিণত হইল। শম্ভুনাথ কহিলেন তাল বিধুবাবু রাগ করে কেন ? বিষ্ণু। কি মশাই, দেন পাওনার লজ্জা কি ? *ष्ट्र ! चांगांब भांद्र गन्छ। क् िदण? ज्द इंहे नख्द्रकe