পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী । פיל এই যে দিবস নিশি ভাসি অধিজলে । না দেখিতে পেয়ে তার সে মুখ কমলে । সেকি তা জানিছে হায় ক্ষণেকের তয়ে । এ মোর সংবাদ কেবা দিতেছে তাহারে । হয়ত ভুলিষে সব গিয়েছে এখন। , সে কি হতভাগ্য হেন আমার মতন ॥ জলস্তুদীপের শিক্ষা ভাবি ভাল অতি । কবে যে পতঙ্গ সেই দীপ প্রতি গতি ৷ ভালবাসে পতঙ্গ বটে সে দীপশিখা ৷ করে কি সে দীপ কিন্তু সে পতঙ্গে রক্ষণ । 豹 পুড়াইয়ে মারে তারে প্রগর শিখায । t পীরিতের রীতি এই জগতে শিখা ৷ দুনিয়ার ভালবাসা বুঝি সে এমনি । বুঝি এইরূপ সকলেরি গুণমণি ॥ মুখেতেই ভালবাসা নাই আন্তরিক। ছায়রে জীবন নারীকুলেণ্ডেই পিক। কোথায নরেন্দ্ব তুমি কোথা এবে হয় । একবার দেথ আসি দুখিনী জায়ায় | বলিঙে বলিতে সরোজিনীব পদ্মপলাশ লাঞ্জিত সেই আকৰ্ণ লিপ্ত" অক্ষিদ্বয় অশ ভারে এককালেই ভারাক্রান্ত হইয়া উঠিল আর সে না কাদিয়া কিছুতেই যেন স্থির ইতে পারিলন। অশ্রু তাহাব মুণ ও বুক প্লাবিত করত অবশেষে পদতল সিক্ত করিতে অগ্রসব কঁদি অভাগিনী । এক্ষণে নাঙ্কাদিয়াইবা ভূমি আর করিবে কি, পাঠক প্রেমেব কি মৰ্ম্মত লীলা—কি গতি দেখুন। সন্ন্যাসী এই সময় একবার বলিলেন স্থির হুও কঁদি ওনা মুখ ও