পাতা:প্রেম-ভিখারিণী.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভিখারিণী। 's૧ ভিখা । দ্বাদগুষ্ঠ গ্রামে । দেবেঙ্গ । তথায় তোমার কি প্রযেtঙ্গন ? ভিখা ! সম্প্রতি এক ব্যক্তি ক্ষবণ্য হইতে এই গ্রামে আসিয়াছেন । তাই র সন্ধান বলিষা দি ও পাবেন ? দেবেন্দ্রনাথ একবাবে স্তব্ধ-কছিলেন, তিনি তোমার কে ? এখন সেই মুমূৰু ভিখাবিণীব গণ্ড ধাঠিযা অবিরল ধা-র অশ্র পড়িতে লাগিল। দেবেন্দ্রনাথ কাষ্ঠ পড়লের স্তম স্থির হইয়। রছিলেন। অনেকক্ষণ ‘রে কহিলেন--তাষ্ঠীর নাম কি ? ভিখারিণী দেবেন্দ্রব মুখপ্রতি চাহিয়া নিঃশর্থে অশ্র বিসর্জন করিতে লাগিলেন । দেবেঞ্জনা আরও অধিকতর বিস্মযাপ্তি হইযা জিজ্ঞাসা করিলেন,-ভাণ, তোমার নাম কি ? ক্রমে দেবেন্দ্রনাথ সমস্ত বিবরণ জ্ঞt৩ হইলেন, এবং শুtহা৯ে যৎপরোনাস্তি দুঃখিও ইয, তৎক্ষণাৎ নরেন্দ্রকে নিম্নস্থ এই মৰ্ম্মে একখানি চিঠি পাঠাইলেন। প্রিয নরেন্দ্র । *পাঠ মাত্রেই দ্বাদগুন্ত গ্রামে আসিবে । সৰাজিনীর অনুসন্ধান পাইয়াছি, সে তোমাব সঙ্গিত একবার দেখা করিতে চাহে । তাহার অবস্থা বড়ই শোচনীধা । কলা তুমি যাকাকে বুকে কবিয আনিয়াছিলে সেই তোমাব সরোজিনী” । তোমার আসিতে বিলম্ব হইলে, আব সাক্ষাৎ হুইবার আসা থাকিবে না ; কেননা অবস্থা এষ্টরূপ-- এখন, তখন। ইতি— দেবেন্দ্রনাথ । ভিখারিণী কয়েক দিনাবধি দেবেন্দ্রনাথেৰ শুশ্ৰুষাষ যারপর মাই প্রীত চটয়াছেন, তজ্জন্ত দেবেন্দ্রনাথকে পরমাত্মীয জ্ঞান করিয়াaে ( → )