পাতা:প্রেম-রহস্য.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ዩ . Cel- 1 হইলে গৃহী পঞ্চমকার বর্জিত হইল , মায়ভাগ করিল নী এবং পৃথিবীও মনিত্য হইল না। যীি বৈষ্ণবাচারের সব মূলমন্ত্র অভাব হইল,তাহা হইলে কি করে গৃহী-বৈষ্ণব হইল ? আরও দেখ,—গৃহীর:পঞ্চ মহাযজ্ঞ বিধেয়,-পাঠ, হোম, অতিথিসেবা, তর্পণ ও পূজা। পাঠ অর্থে গুপ্তবিদ্যা বুঝিযে না। নীতি, রাজনীতি ও সমাজনীতি বুঝিবে, অর্থাৎ যাহাতে সংসারে থাকিয়া সংসার প্রতিপালন করিতে পার। হোম অর্থাৎ যাহতে বায়ু পরিষ্কার হয়। গৃহস্থদের অতিথিসেবা আর কিছুই নয়, খালি বৈষ্ণবাচারীদের কেবল সম্মানরক্ষার নিমিত্ত্ব। বৈষ্ণবাচারীরা যখন মায়াত্যtণ করিতে শিখেন, তখন গ্রামে গ্রামে বেড়াইতে হয় । তিনি তিনদিনের বেশী এক গ্রামে বাস করেন নু, একটা পয়সা লুন না, কোন বুজরুকী দেখান না, গৃহস্থকে বুকুনির দ্বারা স্বগের রাস্তা-পরিষ্কার করিয়া দেন না। পঞ্চমকার সেক করেন না, তিলক ও কষ্টধারী হন না, গৈরিক, কম্বল ও অজিনধারী হইয় বেড়ান, বেশীর ভাগ হস্তে কমণ্ডলু। তর্পণ,-পিতাকে জল দেওয়া ব্যতীত আর কিছুই নয়। মৃতপিতাকে জল দিলে অহোরাত্রে মনে জগরুক থাকিবে যে, আমি হইয়াছি এবং পিতা আমায় রাখিয়fo গিয়াছেন, আমিও পিতা হইব এবং আমার পুত্র আমুীয় জল দিবে। অতএব আমার উচিত হয় পিতার পথ অনুসরণ করা। ধিনি সমাজে অবতার বলিয়া কৰিত-ৰ্তার গৌরবান্বিত ক্রিয়ার,