পাতা:প্রেম-রহস্য.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব জাচার ও শাক্ত আচার। 4t পথ অনুসরণ ਾ পূজা বলে। যিনি জগতে অবতীর্ণ হইয়া সমাজধৰ্ম্ম বন্ধন করিয়া ੇ, এবং যাহার কৃপায়ু আমরা - এই সংসারে মুখশ্বচ্ছন্দে বাস করিয়া অন্তে উত্তম গতিপ্রাপ্ত হইতে পারি, এবং যিনি আমাদের হিতের, দরুণ এত কাণ্ড করেন, তাহার নাম স্মরণ করা সর্বতোভাবে বিধেয়। না লইলে বরং অকৃতজ্ঞতা প্রকাশ হয় । পুত্র । বৈষ্ণবাচার ও শাক্তাচার, শৈবধর্মের ভিতর দুইটা আচার ব্যতীত আর কিছুই নয়। পুত্র। পিতঃ । শাক্ত আচার কি ? • পিতা পুত্র । শাক্ত আচার আর কিছুই নয়, যাহা সমাজধৰ্ম্ম । -- পুত্র । সমাজধৰ্ম্ম কি f পিতা। সমাজধৰ্ম্ম কি, তাহ বলিবার উপায় নাই। যে . সমাজে যে ধৰ্ম্ম, উহা সেই সমাজের সমাজধৰ্ম্ম হয়। মহম্মদ যাহা দিয়া গিয়াছেন, তাহাই মুসলমুনর্দিগের ধৰ্ম্ম। যীশুখ্ৰীষ্ট যাহা দিয়া গিয়াছেন, তাহাই খ্ৰীষ্টানদিগের ধৰ্ম্ম। মুসলমানদিগের কোরাণ ও খ্ৰীষ্টানদিগের বাইবেল ধৰ্ম্মপুস্তক হয়। কিন্তু পুত্র। অীমাদেৱ কি পুস্তক, তাহ কিছুই নাই, যদিও . অনেক পুস্তক অাছে, কিন্তু কোনট ...ধৰ্ম্মপুস্তক, তাহ কিছুই ঠিক নাই । পুত্র। কেন ? 'বেদ বলিলেতো হইতে পারে। , পিতা। বেদ বলিঙ্গে হইত, যদি সকলে গ্রহণ, করিও