পাতা:প্রেম-রহস্য.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ww. প্রেম-প্লংস্ত । ছাত্র পেমীকে সমৰ্ত্তিব্যাহারে লই, যথায় মহর্ষি কপিল মুনি ম্যানে মগ্ন ছিলেন, তথায় উপস্থিত হইল । পেমী দেখিল, মহর্ষি কপিলমুনি ধ্যানে মগ্ন, শিরে কপিল । জটা লম্বিত, দেহ বালয়বির রঙে রঞ্জিত, মূৰ্ত্তি শান্ত ও নিৰ্ম্মল। পেমী ছাত্রকে জিজ্ঞাসা করিল,—মহাত্মার ধ্যানভঙ্গ হইবে ब्रथन ? o t ছাত্র"। তাহার কোন স্থিরতা নাই । সংব্যক্তির আগমন ইলেই, গুরুদেৰ তৎক্ষণাৎ ধ্যানভৃঙ্গ করিয়া কথোপ কখন করেন, যদি তুমি সৎ হও, তাছা হইলে পরিচয় পাবন ইতিমধ্যে মহর্ষি কপিলমুনি চক্ষুরুন্মীলন করিলেন, সম্মুখে পাগলিনীকে দেখিয়া হাস্যবর্মে ছাত্রকে বললেন। ছাত্র এই পাগলিনীকে কোথায় পাইলে ? আমার আশ্রমে ইহার কোন কষ্ট হয় নাই ? ছাত্র। গুরুদেব কল্য ইদি আপনার আশ্রমে অতিথি হইয়া আসিয়াছিলেন, এবং অত্যুৎকৃষ্ট পরিচয় পাইয়া আপনার নিকট আনিয়াছি। আতিথ্য ক্রিয়া ঘথানিয়মে পালন করা হইয়াছে। কপিলমুনি। ছাত্র। আমি তোমার উপর বড় সন্তুষ্ট হইলাম, যখন তুমি ব্যক্তি চিনিতে শিখিয়াছ। এই পাগলিনী সৎ এবং আদর্শ স্বরূপিনী হন। বোধ হয়, অন্য ছাত্রের নানাভাবে লইয়াছে।