পাতা:প্রেম-রহস্য.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহৰ্ষি কপিলমুনি ও পেমী । هbه :


丽 * > ছাত্র। গুরুদেব । শেষ ছাত্র পাগলিনীর উপর বড় অসৎ ব্যবহার করিয়াছে। আপনাকে ও আমাকে অনেক বিদ্রুপ করিয়াছে। কিন্তু, আমি রাগাম্বিত হইয়া অনেক রুষ্ট কথা ব্যবহার করিয়াছি। কপিলমুনি । পুত্র, তুমি অত্যন্ত গহিত কাৰ্য্য করিয়াছ। তাপসদিগের ক্রোধ করা, বিধেয় নয়, ক্রোধ করিলে সমস্ত তপস্য নষ্ট হয়। সম্প্রতি কোন মহাত্ম। অপরের দ্বারা অত্যন্ত পাড়িত হন । তাহার পৌত্র সহ করিতে মা পারিয়া,• শক্ৰ বিনাশের দরুণ সত্র করে। তাহাতে মহাত্মা পৌত্রকে বলিয়াছিলেন, “জ্ঞানীর ক্রোধ কোথা, মূঢ়ের ক্রোধান্বিত হয় । মানব • কত কষ্ট করিয়া যশ ও তপু সঞ্চয় করে, কিন্তু ইহার নাশকর ছয় ক্রোধ। অতএব তাত!.ক্রোধ ত্যাগ বিধেয়।” ছাত্র। ক্রোধ করিলে তপ ও জপু নষ্ট হয় কেন ? কপিলমুনি । পুত্র- “ক্রোধ হইলে দেহের রক্ত গরম হয়, রক্ত গরম হইলে ইন্দ্রিয় চঞ্চল হয়, ইন্দ্রিয় চঞ্চল হইলে বুদ্ধি স্থির থাকে না, বুদ্ধি অভাব হইলে সমস্তই অভাব হয়, ইহার কারণ স্থির বুদ্ধির পরিচয় চক্ষু । • যে ব্যক্তির’নিমেষ যত ঘন ঘন পড়িবে, তার স্থির বুদ্ধি তত অভাব জানিবে । পুত্রপঞ্চগুলিনীর নিমেষ কত স্থির দেখ না। পাগণুিণী যত সূক্ষম ধরিবে, তুমি তৃত পারবে না। অতএব, পুত্র, ক্রোধ বর্জন করবে, ক্ষম হয় সাধুদের অলঙ্কার। >૨