পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ye ফিরিঙ্গি বণিক । “আধিপত্য বিস্তার করিয়া, যথাসাধ্য বাণিজ্যশুল্ক সংগ্ৰহ করিতেন । কালিকটের হিন্দু রাজা বাহুবলে পরাক্রান্ত না হইলেও বাণিজ্যগৌরবে: জগদ্বিখ্যাত হইয়া উঠিয়াছিলেন। তঁহার নাম সমগ্ৰ সভ্যদেশেই সুপরিচিত ছিল। ভাস্কো ডা গামা ভারতবর্ষাভিমুখে যাত্ৰা করিবার সময়ে, পর্তুগালরাজের নিকট হইতে কালিকটের “সামরীর” নামে পত্ৰ লইয়া পোতারোহণ করিয়াছিলেন । গামা যখন কালিকটের বাণিজ্য-বন্দরে প্রথম পদাৰ্পণ করেন, তখন ভারতবর্ষ একরূপ অরাজক অবস্থায় পতিত হইয়াছিল। তখনও মোগলশাসন প্ৰতিষ্ঠিত হয় নাই। তখনও দিল্লীর শাসনক্ষমতা দাক্ষিণাত্যে প্ৰভুত্ববিস্তারে সমর্থ হয় নাই। তখন পাঠান-শাসন ক্ৰমে ক্ৰমে ছত্রভঙ্গ হইয়া পড়িতেছিল।*।। কালিকাটের সামুরীর সহিত পাঠান-সম্রাটের সম্পর্ক ছিল না । তিনি স্বতন্ত্রভাবেই রাজ্যশাসন করিতেন। ফিরিঙ্গি-বণিকের আগমনবার্তা প্ৰাপ্ত হইয়া, কালিকাটরাজ ভাস্কো ডা গামাকে সমুচিত সমাদর প্রদর্শন করিতে ক্ৰটি করিলেন না । গামা যেদিন ভারতবর্ষের পুণ্যতটে প্রথম পদবিন্যাস করেন, সেদিন তঁাহার আনন্দের সীমা ছিল না। এতকাল যাহা কেবল কবিকল্পনায় অনুরঞ্জিত হইয়া, পর্তুগালের জনসাধারণের নিকট বিস্ময়বিজড়িত স্বপুরাজ্যের ন্যায় প্ৰতিভাত হইত, সে রাজ্যে প্রথম পদস্যাস করিবার সময়ে পর্তুগালের রাজপ্রতিনিধি সমুচিত সমারোহের ত্রুটি করিলেন না। সৰ্ব্বোৎকৃষ্ট পরিচ্ছদে আপাদমস্তক সুশোভিত করিয়া ভাঙ্কো ডা গামা বহুমূল্য উপঢৌকন হস্তে রাজসন্দর্শনে বহির্গত হইলেন। রাজপথের নাগরিকগণ কালিকটের বাণিজ্যবন্দরে এক অজ্ঞাতপূৰ্ব্ব অভিনব দৃশ্য দর্শন করিল। At the time ( 1488 when Vasco da Gama landed in India) the Afgan sovereignty in Northern India was dwindling to a vanishing point.-Sir W. W. Hunter.