পাতা:ফুলের মালা.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা , է : দরবেশধৰ্ম্মী, সাধুনাম, পঙ্ককেশ, বুদ্ধ মন্ত্রী রাজমুখে এই কথা শুনিয়া সক্রোধে বণিলেন, "মুলতান, আমি চলিলাম, ঈশ্বর আপনার বিপক্ষ, নহিলে এ দুর্ক,দ্ধি আপনার ধরিবে কেন ! আমি আজ হইতে কৰ্ম্ম ত্যাগ করিলাম ; কিন্তু এই শেষ কথা বলিয়া যাইতেছি আপনার এ যাত্রা আর উদ্ধার নাই ।” সভাসদগণ সকলে রাজ ব্যবহারে এতই ক্রুদ্ধ ব্যথিত হইয়। ছিল যে মন্ত্রীর গমনে কেহই বাধা দিল না, হস্তের ইঙ্গিতে পর্য্যস্ত কেছ একবার ঠfহাকে থাকিতে অতুরোধ করিল না । মন্ত্রী চলিয়া গেলেন, একটা নীরব ক্রোধের তরঙ্গ মাত্র সভায় তরঙ্গিত হইতে লাগিল । বাদসহ তাহার স্পর্শ অনুভব করিতে লাগিলেন । তখন অপরাহুকাল । সকাল হইতে আজ কুষ্টি হইত্তেছে । মেঘাচ্ছন্ন দিনের মানভাব সভাসদদিগের মানভাবে মিলিত কষ্টয়া সভা বিষাদচ্ছিন্ন করিয়া তুলিয়াছে। সেই স্তম্ভিত সভাগৃহ সহসী ঋটিক লোডুনে যেন তরঙ্গিত হইয়া উঠিল । দুইজন সৈনিক দ্রুতপদে গৃহ প্রবেশ করিয়া বলিল, “জfহাপনা, নবাবসাছ গায়হুদিন আগত । নবাবসাহ জেলামুদ্দিন তাহার গতিরোধে অপারক । সৈন্ত লইয়া সেনাপতিকে এখনি অগ্রসর হইতে হুকুম হউক ৷” বাদদাহের মুখ বিবর্ণ হইয় পড়িল । তিনি উৎকণ্ঠিত হইয়। বলিলেন, “আজিম গণ ! আজিম পাকে ডাক ” করিমউদ্দীন উত্তর করিল, “আপনার জাঙ্কায় তিনি বনী " বাদসাছ চক্ষু লাল করিয়া বলিলেন, “যাও বন্ধন মোচন করিয়া এথানে লইয়া আইস ।” করিমউদিন চলিয়া গেল। কিছু পরে ফিরিয়া আদিয়া