বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (প্রথম ভাগ).djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ মবারক বলিল, “দরিয়া ?” দরিয়া বলিল, “ঞ্জী !” মৰা । তুমি এখানে কেন ? দরিয়া। কেন, আমি ত সকল জায়গায় যাই । তোমার ত নিষেধ নাই । তুমি বারণ কর কি ? মব । আমি কেন বারণ করিব ? .ঙ্গামার কে ? , - তার পর মৃতের স্বরে মবারক বলিল, “কিছু চাই কি ?” দরিয়া কাণে আঙ্গুল দিয়া বলিল, “তোঁবা ! তুমি তোমার টাকা আমার হারাম । আমরা আতর করিতে জানি • মবা । তবে অামাকে পাকড়া করিলে কেন ? দরিয়া । নাম, তবে বলিব । মবারক ঘোড়া হইতে নামিল । বলিল, “এখন বল * দরিয়া বলিল, “এই ভিড়ের ভিতর এক জন জ্যোতিষী বসিয়া আছেন । ইনি নুতন আসিয়াছেন । ইহার মত জ্যোতিৰ্ব্বি কখন না কি আসে নাই । ইহার কাছে তোমাকে তোমার কেসমত গণাইতে झ्झेटव ". - মব । আমার কেসমত জানিয়া তোমার কি হইবে ? তোমার গণাও । দরিয়া । আমার কেসমত আমি জানিতে চাহি না । না গণাইয়াই তাহ জানিতে পারিয়াছি । তোমার কেসমত জানাই আমার দরকার। এই বলিয়া দরিয়া মবারকের হাত ধরিয়া টানিয়া লইয়া যাইবার উপক্রম করিল। মবারক বলিল,— “আমার ঘোড় ধরে কে ?” গোটাকতক ছেলে রাজপথে দাড়াইয়া লাড্ডু খাইতেছিল। মবারক বলিল, “তোমরা কেহ এক লহমা আমার ঘোড়াটা ধরিয়া রাখ। আমি আসিয়া তোমাদের আরও লাড ডু দিব ।” এই বলিবামাত্র দুষ্ট তিনটা ছেলে আসিয়া ঘোড়া ঘরিল । একটা প্রায় নগ্ন—সে ঘোড়ার উপর চড়িয়। বসিল । মবারক তাহাকে মারিতে গেলেন । কিন্তু তাহার প্রয়োজন হইল না—ঘোড়া একবার পিছনের প৷ উচু করিয়া তাহাকে ফেলিয়া দিল। তাহাকে ভূমিশয্যাগত দেখিয়া অপর বালকের তাহার হাতের লাডুডু কাড়িয়া লইয়া ভোজন করিল। তখন মৰাৱক নিশ্চিন্তু হইয়া অদৃষ্ট গণাইতে গেলেন। মবারককে দেখিয়া অপর লোক সকল পথ ছাড়িয়া দিল । দরিয়া বিবি র্তাহার সঙ্গে সঙ্গে বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলী গেল । জ্যোতিবার কাছে মবারক হাত পাতিয়া দিলেন । জ্যোতিষী অনেক দেখিয়া শুনিয়া বলিল, “আপনি গিয়া বিবাহ করুন।” পশ্চাৎ হইতে ভিড়ের ভিতর লুকাইয়া দরিয়া বিবি বলিল, “করিয়াছে ” জ্যোতিষী বলিল, “কে ও কথা বলিল ?” মবারক বললেন, “ও একটা পাগলী । আপনি বলিতে পারেন, আমার কি রকম বিবাহ হুইবে ?” জ্যোতিষী বলিল, “আপনি কোন রাজপুত্রীকে বিবাহ করুন ।” * মধারক বলিল, “তাহা হইলে কি হইবে ?” . জ্যোতিষী উত্তর করিল, “তাহা হইলে আপনার খুব পদবৃদ্ধি হইবে।” ভিড়ের ভিতর হইতে দরিয়া বিবি বলিল, “আর মৃত্যু ” জ্যোতিষী বলিল, “কে ও ?” মবা । সেই পাগলী । জ্যোতিষী। পাগলী নয় ও বোধ হয়, মনুষ্য নয় । আমি আর আপনার হাত দেখিব না। মবারক কিছু বুঝিতে পারিলেন না । জ্যোতিষীকে কিছু দিয়া ভিড়ের ভিতর দরিয়ার অন্বেষণ করিলেন । কিছুতেই আর তাহাকে দেখিতে পাইলেন না । তখন কিছু বিষণ্ণভাবে অশ্বে আরোহণ পূৰ্ব্বক দুর্গাভিমুখে চলিলেন । বলা বাহুল্য, বালকের কিছু লাড ডু পাইল । দ্বিতীয় পরিচ্ছেদ জেব-উল্লিস। দরিয়ার সংবাদবিক্রয়ের কি হুইল ? সংবাদবিক্রয় আবার কি ? কাহাকেই বা বিক্রয় করিবে ? সে কথাটা বুঝাইবার জন্য মোগল সম্রাটের অবরোধের কিছু পরিচয় দিতে হইবে । ভারতবর্ষীয় মহিলার রাজ্যশাসনে সুদক্ষ বলিয়া বিখ্যাত । পশ্চিমে কদাচিৎ একটা জেনোবিয়া, ইসাবেল, এলিজাবেথ বা ক্যাথারাইন পাওয়া স্বায়ু । কিন্তু ভারতবর্ষের অনেক রাজকুলজারাই রাজ্যশাসনে সুদক্ষ। মোগল সম্রাটুদিগের কন্যাগণ এ বিষয়ে বড় বিখ্যাত। কিন্তু যে পরিমাণে তাহার রাজনীতি বিশারদ, সেই পরিমাণে তাছার ইক্রিয়পরবশ ও ভোগবিলাসপরায়ণ ছিল। ঔরঙ্গজেবের দুই ভগিনী, জাহানারা ও রৌশদ্বারা। জাহানারা শাহজাহার বাদশাহীর প্রধান সহায় । শাঙ্কজাঙ্ক