পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিম-প্রসঙ্গ ويس গিয়াছেন। শ্বশুরের নামধামেরও পরিচয় দিলেন। র্তাহার শ্বশুর সেখানকার এক জন সন্ত্রান্ত লোক, আমরা সকলেই তাহাকে জানিতাম। দীনবন্ধু ঐ বাবুর শ্বশুরের নাম শুনিয়া বলিলেন, “আপনি অমুকের জামাই!” এই কথাতে মাতালবাবু বলিলেন—“You know my father-in-law sir,then you are my fatherin-law, sir, yes sir, son-in-law sir, I sir, son-in-law sir ”—এই বুলি ধরিলেন। যতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তাহার মুখে কেবল ঐ বুলি। দীনবন্ধু কোনও প্রশ্ন জিজ্ঞাসা করিলে ভাঙ্গ ভাঙ্গা ইংরাজিতে তাহার উত্তর দিতে লাগিলেন, কিন্তু শেষ কথাতে “Yes sir, son-in-law sir” aề ধুয়া বরাবরই ছিল। পৃথিবীর উপরিস্থ পদার্থের প্রতি মাধ্যাকর্ষণশক্তি যেমন স্তার আইজ্যাক নিউটন আবিষ্কার করিয়াছিলেন, ঐদিন আমরা তেমনই মাতালের প্রতি খানাডোবার আকর্ষণশক্তি আবিষ্কার করিলাম। কেন না, মাতালবাবু যে দিকে থানা, কেবল সেই দিকেই টলিয়া টলিয়া আসিতেছেন, পূৰ্ব্বদিকে সমতল ভূমি, সে দিকে কোনও মতে টলিবেন না ; ইহা দেখিয়া দীনবন্ধু কোমরে চাদর জড়াইয় তাহার বাম হাতখানি ধরিলেন। আমি দক্ষিণ দিকে অর্থাৎ ড্রেণের দিকে দাড়াইলাম এবং তাহাকে ঠেলির রাখিতে লাগিলাম। এই প্রকারে কিছু দূর যাইয়া দীনবন্ধুর কষ্ট দেখিয়া আমি বলিলাম, “আপনি ছাড়িয়া দিন, আমি ড়েণের দিকে আছি, কোনমতে বাবুকে খানায় পড়িতে দিব না।” তিনি বলিলেন, “না হে না”। তিনি আমাকে বিশ্বাস করিলেন না। আমার তখন ২২২৩ বৎসর বয়স। পশ্চিম দিকে বৈদিক