পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పెby বঙ্কিম-প্রসঙ্গ ঐ ভাষা শিখাইরার জন্ত একজন মুলী নিযুক্ত হইয়াছিল। কিছুকাল পরে জ্যাঠামহাশয় অনুজকে এক্‌টিন দিয়া পিস্তুতো ভাই ও দেশের লোকের তত্ত্বাবধানে তাহাকে রাখিয়া মাস কয়েকের জন্ত চুটী লইয়া বাড়ী আসিলেন। এক জন প্রধান কৰ্ম্মচারী কাজ চালাইত ; পিতাঠাকুর কেবল দস্তখত করিতেন। কিছুদিনের পর র্তাহার জর হইল। তখন র্তাহার অষ্টাদশ বৎসর বয়ঃক্রম। অতি অল্পদিনের মধ্যে তিনি সেস্থানের লোকেরুপ্রিয় হইয়া উঠিয়াছিলেন। র্তাহার পীড়ার সংবাদ শুনিয়া প্রতিদিন প্রাতে ও সন্ধ্যায় অনেক লোক যাতায়াত করিতে লাগিল। জর ক্রমে বৃদ্ধি পাইয়া বিকারে পরিণত হইল ; অবশেষে নাড়ীত্যাগ হইল এবং তাহাকে বৈতরণীতীরস্থ করিতে হইল। প্রাণত্যাগ হইয়াছে বুঝিয়া, র্তাহাকে একখানি চাদরে ঢাকিয়া আত্মায়ের সৎকারের উদ্যোগ করিতে লাগিল। ইতিমধ্যে ভিড় ঠেলিয়া ভ্রমরকৃষ্ণশ্বশ্ৰবিশিষ্ট জটাজুটধারী, পরিধানে গেরুয়া বসন, পদযুগলে খড়ম—এক অতি দীর্ঘকায় পুরুষ সেই স্থানে উপস্থিত হইলেন। ইহার মূৰ্ত্তি দেখিয়া সকলে ভূমিষ্ঠ হইয়া ইহাকে প্রণাম করিল। ভজকৃষ্ণ জ্যাঠামহাশয় তাহার পদযুগল ধারণ করিয়া কাদিতে কাদিতে বললেন, “রক্ষা করুন।". ইহাকে দেখিয়া কাহারও সন্ন্যাসী বলিয়া ধারণা হইল না। সকলেই বুঝিল, ইনি দেবপ্রেরিত। এই মহাপুরুষ পিতৃদেবের নিকটে বসিয়া তাহার মুখ হইতে চাদর তুলিয়া দেখিয়া বলিলেন “কি মুন্ধর ! ছেলেটি কি স্বন্দর ”—পরে বলিলেন,“মরে নাই, জীবিত আছে” এবং গরম ফুধ