পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

» ०२ বঙ্কিম-প্রসঙ্গ ধুতি, গাত্রে গেরুয়া জাম, মাথায় গেরুয়া পাগড়ী। তিনি বঙ্কিমচন্দ্রকে দেখিয়া হিন্দী ভাষায় বলিলেন, “আপনি কি বঙ্কিমবাবু? আপনার সঙ্গে কথা আছে।” বঙ্কিমচন্দ্র জিজ্ঞাসা করিলেন, “আপনি কে ? কোথা হইতে আসিয়াছেন ?” তিনি উত্তর করিলেন, “আমি তিব্বত হইতে আসিয়াছি, সেই স্থানের কোনও ব্যক্তি আমাকে আপনার নিকট পাঠাইয়াছেন।” বঙ্কিমচন্দ্র বলিলেন, “সেদেশের কোনও ব্যক্তির সহিত আমার আলাপ নাই।” তিনি বলিলেন, “আপনার নাই বটে, কিন্তু আপনার বাবার ছিল।” তখন বঙ্কিমচন্দ্র সম্মানের সহিত র্তাহাকে গৃহে লইয়া গেলেন ; সদর মহলের তেত্তালার একটা নির্জন ঘরে ( যে ঘরে বসিয়া তিনি লেখা পড়া করিতেন) প্রবেশ করিয়া দ্বার রুদ্ধ করিলেন। আমি দোতালায় বৈঠকখানায় বসিয়া রহিলাম। প্রায় রাত্রি আটটার সময় দ্বার খুলিলেন। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, ঐ ব্যক্তির সহিত কি কথোপকথন হইয়াছিল, এবং উনি কে? কোনও উত্তর পাইলাম না। ইহার দুইমাস পরে বঙ্কিমচন্দ্র স্বর্গারোহণ করেন। আমার অগ্রজের ধারণা ছিল যে, তাহার গুরুদেবের সহিত পিতৃদেবের মধ্যে মধ্যে সাক্ষাৎ হইত, নতুবা যে ধৰ্ম্মে তিনি ব্রতী ছিলেন, উহা কোথায় পাইলেন ? যাহাহউক,পিতৃদেবের মৃত্যুর পূৰ্ব্বে তাহার গুরুদেব যে আসিয়াছিলেন, তাহা তাহার মৃত্যুশয্যায় প্রলাপে दाङ श्हेब्रांश्लि ।