পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্জন পুষ্করিণী •هسعیجتG)*Gسے یہں۔ অনেকে এই পুষ্করিণীকে বঙ্কিমচন্দ্রের “কৃষ্ণকান্তের উইলে’র "বাণী” পুষ্করিণী বলিয়া স্থির করিয়াছেন । তাছা ঠিক নহে। “বরণী” পুষ্করিণী বঙ্কিমচন্দ্রের কল্পনার সৃষ্টি মাত্র। এই পুষ্করিণী বঙ্কিমচন্দ্রদিগের পৈতৃক । গ্রামোপান্তে অতি নির্জন স্থানে উহার খনন হইয়াছিল; কিন্তু কোন সময়ে উহা খাত হইয়াছিল, তাহা কেহ বলিতে পারে না । অৰ্জুন পূৰ্ব্বে সুবৃহৎ জলাশয় ছিল ; জল দেখা যাইত না ; পদ্মপত্রে ঢাকা থাকিত ; আর উছার উপর অসংখ্য পদ্মফুল বায়ুতাড়িত হইয়া লিত। চারিদিকের পাড় আম্রকাননে সুশোভিত । এই আম্রবনের গাছে গাছে অসংখ্য পার্থী বাস করিত । প্রাতে, বৈকালে ও সন্ধ্যায় সকল সময়েই তাছাদের কলরবে এই নির্জন সরোবরের চিরনিস্তব্ধতা कृछ श्झेछ । এই পুষ্করিণী এক্ষণে মজিয়া গিয়া সঙ্কীর্ণ আয়তন হইয়াছে, এবং পাড়ে পাড়ে প্রজা বসিয়াছে । ইহার সে রম্যতা আর নাই । "অৰ্জুন"র উত্তরে মিচন্ত্রদিগের ফুলবাগান ছিল। উহাতে