পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So 8 বঙ্কিম-প্রসঙ্গ একটি ক্ষুদ্র বাগানবাটাও ছিল , এক ব্যক্তি উহাতে কিছুদিন বাস করিতে পারিত, কোনও কষ্ট হইত না । বঙ্কিমচন্দ্রের জ্যেষ্ঠাগ্রজ ঐ বাগানের শ্ৰীবুদ্ধি সাধন করেন। পরে বঙ্কিমচন্দ্র উহা একটি উৎকৃষ্ট ফুলবাগান করিয়াছিলেন । তের চৌদ্দ বর্ষ বয়ঃক্রমে জলপানি পাইয়া ঐ টাকা হইতে, এবং পিতৃদেবের সাহায্য, হইতে হুগলী কলেজের মালীর দ্বারা নানাপ্রকার ফুলের চারা আনাইয়া রোপণ করিয়াছিলেন, এবং স্থানে স্থানে বিশ্রামের জন্ত ইষ্টক-নিৰ্ম্মিত বসিবার স্থান প্রস্তুত করাইয়াছিলেন। ঐ বাগানের পূর্ব পশ্চিম ও উত্তর দিকে বড় বড় মনসাকাটার বেড়া ছিল, আর দক্ষিণ দিকে ইষ্টক-নিৰ্ম্মিত ভিতের উপর রেলিং ছিল এবং একটি ফটক ছিল । এই রেলিংএর পরই, অর্থাৎ বাগানের দক্ষিণেই ‘অৰ্জুন’ । মাঠাল গ্রামে যাইবার জন্ত কেবল মধ্যে একটি সঙ্কীর্ণ রাস্ত ছিল। বঙ্কিমচন্দ্র এই ফুলবাগানে ও পুষ্করিণীর পাড়ে বেড়াইতে ভালবাসিতেন এবং যতদিন না তাহাদের বসতবাটীর সম্মুখে একটি বৈঠকখানাবাটী নিৰ্ম্মাণ করাইয়|ছিলেন, ততদিন এই ফুলবাগানে সৰ্ব্বদা থাকিতেন। ঐ ফুলবাগানের এক্ষণে আর কোনও চিহ্ন নাই, ঐ জমীতে এখন প্রজ বসিয়াছে। শ্ৰীপূৰ্ণচন্দ্র চট্টোপাধ্যায়।