পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্রের প্রথম গষ্ঠ রচনা ు $సి বাড়ীতে তৎকাল-প্রসিদ্ধ সমস্ত যাত্রার দলের গাহন হইয়াছিল, অথচ পিতৃদেব কখনও গোপাল উড়ের গান বাড়ীতে দেন নাই। কেন দেন নাই, অনেকে বুঝিতে পারবেন। তবে আবার তিনি বিবাদ মিটাইবার জন্ত সেই দলের বায়না করিবেন কেন ? একটা আমার নিজের কথা বলি। “আৰ্য্যাবর্তে” “পুরাতন প্রসঙ্গ” নামে খ্যাতনামা শ্ৰীযুক্ত কৃষ্ণকমল ভট্টাচাৰ্য মহাশয়ের সহিত অধ্যাপক শ্ৰীযুক্ত বিপিনবিহারী গুপ্তের কথাবার্তা প্রকাশিত হইতেছে। বিপিনবাবু বলিতেছেন,—“পণ্ডিত মহাশয়কে জিজ্ঞাসা করিলাম, বঙ্কিমবাবু কি কখনও আপনার Law Lectures শুনিতে আসিতেন ? তিনি বলিলেন, “আমার Law Lectures ? বঙ্কিমবাবু? আমি বলিলাম, ‘আজ্ঞা হা ; আপনার। তিনি বলিলেন, 'না, কেন এ কথা জিজ্ঞাসা করিলে, বল দেখি ? আমি বলিলাম, ‘এক জন প্রবীণ সাহিত্যসেবী স্বীয় জীবনের পুরাতন ঘটনাবলির আলোচনা-প্রসঙ্গে ঐক্কপ একটি কথা লিথিয়াছেন ; ডেপুটী ম্যাজিষ্ট্রেটের পোষাক পরিয়া বঙ্কিমবাবু আপনার ক্লাসে আসিয়া ছাত্রদিগের সহিত বেঞ্চে বসিয়া আপনার লেক্চার শুনিতেন ' তিনি বলিলেন, “দেখ, এ কথা সম্পূর্ণ অমূলক। ১৮৮৫ খ্ৰীষ্টাব্দের পূৰ্ব্বে আমি Law-lecturer হই নাই। কখনও যে তিনি আমার ক্লাসে আসিয়াছিলেন, এমন আমার মনে হয় না। তবে আন্দাজ ১৮৬৬ খ্ৰীষ্টাব্দে বঙ্কিমবাবু ও আমি একত্র Law classa লেক্চার শুনিতে যাইতাম। প্রবীণ সাহিত্যসেবী এই অধম। আমি “পিতা পুত্র” প্রবন্ধে লিথিয়াছিলাম,—