পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০ বঙ্কিম-প্রসঙ্গ “প্রেসিডেন্সি কলেজের আইনু তৃতীয় শ্রেণীতে বঙ্কিমচন্দ্রকে আমাদিগের সহাধ্যায়ী পাইয়া আপনাদিগকে গৌরবান্বিত মনে করিলাম। * * * তৎকালিক সংস্কৃতাধ্যাপক-কৃষ্ণকমল ভট্টাচাৰ্য্য মহাশয়—তিনিও ঐ তৃতীয় শ্রেণীতে আইন শিক্ষা করেন। অধ্যাপক বলিয়া সাহেব শিক্ষক উঠিয়া গেলে, তাহার অনুরোধে আমাদের রেজেষ্টারী লইতেন। কৃষ্ণকমল বাবু প্রথম নামটি ধরিয়াছেন কি, বঙ্কিমবাবু অমনি উঠিলেন,—তাহার কাণের কাছে গিয়া চুপি চুপি বলিলেন,—“আমাকে উপস্থিত লিখে লইবেন, মহাশয় । কৃষ্ণকমল বলিলেন, “আচ্ছা। অমনি বঙ্কিমচন্দ্র গোলদীঘির ধার দিয়া ছাতা ধরাইয়া সটনে সমানে চলিয়া গেলেন।” 灘 এরূপ ভুল বা ভ্রম হওয়া নিতান্ত ক্ষোভের বিষয় ; বিশেষ, আমার প্রবন্ধ যখন ছাপান রহিয়াছে। তাহার উপর “আৰ্য্যাবর"সম্পাদক এক জন কুতবিদ্য প্রবীণ সম্পাদক 'তিনি আমার প্রবন্ধ পাঠ করিয়াছেন। এরূপ ভুল তাহার চক্ষু এড়াইয়া যাওয়া আরও ক্ষোভের বিষয়। আসল কথা, আমরা সত্য মিথ্যার ভেদ করা তুচ্ছ জ্ঞান করি। বঙ্কিমবাবুর সম্বন্ধে কোনও কথা বলিতে যাওয়া এখন একরূপ রকমারি হইয়া উঠিয়াছে। বঙ্কিমবাবু বাস্তবিক মহৎ ব্যক্তি ছিলেন, মিখাৰলিয়া তীহাকে আরও বাড়াইতে যাওয়া একরূপ বাতুলত । *;ং সনের বৈশাখে শ্ৰীমান হারাণচন্দ্র লিখিলেন, “সেই দুই স্বাগধাত্র পড়িয়া মেধাবী বমি যথাকলে প্রশংসার সহিত বি,এ, পরীক্ষায় উত্তীর্ণ হইলেন।” এই প্রাৰণ মাসের "সাহিত্যে" প্রধান । .