পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র ও বঙ্গদর্শন আমার বহরমপুরে যাওয়ার কিছুদিন পরে, বঙ্কিমবাবু বহরমপুরে যান। তিনি এরূপ সভায় কখনও মিশিতেন না । কেন, তাহার আভাস, প্রেসিডেন্সি কলেজে, তাহার যাওয়া আসার পরিচয়ে একটু দিয়াছি। এখন আর একটু বলিতে হইতেছে। তাৎকালিক বঙ্কিম-চরিত্র চিত্রিত করিতে গিয়া, তাহার অহঙ্কারের কথা না বলা, ঘোরতর বিড়ম্বনা। বঙ্কিমবাবু আমাদের সমাজে, সাহিত্যে গোলাপ झुल। গোলাপের কেবল পাপড়ির রং দেখিবে, মিঠা মিঠা সৌরভ দেখিবে, ঢল ঢল রূপ দেখিবে; গোলাপের বৃন্তে যে কাটা আছে, তাহা কি দেখিতে নাই? গোলাপে কাটা আছেবালাকি গোলাপের মর্যাদা কম ? s “দেবের দুলভ নিধি, বিরলে বসিয়া বিধি সমাদরে স্বজন করেছে। নরের নিষ্ঠুর করে। পাছে লণ্ডভণ্ড করে এই ভয়ে কণ্টকে ঘিরেছে।” এইরূপ বর্ণনা করিয়া পিতৃদেব খভুবনে গোলাপের মর্যাদা বৃদ্ধি করিয়াছেন। বঙ্কিম সম্বন্ধেও যদি তাই হয় ? যদি সামাজিকদের