পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

_ঙ্কমচন্দ্র ও বঙ্গদর্শন 89 জঞ্জাববাবু কাটালপাড়াতেই প্রেস স্থাপিত করিলেন। ১২৮০ সালের ১১ই কাৰ্ত্তিক, অর্থাৎ আমি বাড়ী বসিয়া থাকিতে আরম্ভ করার এক বৎসর পরে “সাধারণী” প্রকাশিত হইল। আর সেই মাস হইতে, আমি “বঙ্গদর্শনে”র প্রাপ্ত গ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা করিতে লাগিলাম। “সাধারণী”ও “বঙ্গদর্শন যন্ত্রালয়ে” কাটালপাড়ায় ছাপা হইতে লাগিল। ৮১ সালের শ্রাবণ মাসে, আমি চুচুড়ার কদমতলায় আমাদের বাড়ীর সংলগ্ন আমাদের আর একটী বাড়ীতে, “সাধারণী যন্ত্রালয়” স্থাপনা করিয়া “সাধারণী” প্রকাশ করিতে লাগিলাম। * অক্ষয়চন্দ্র সরকার ।

  • “বঙ্গভাষার লেখক প্রথম ভাগে প্রকাশিত “পিতা পুত্র” প্ৰৰন্ধ হইতে উদ্ধৃত।