পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8२ বঙ্কিম-প্রসঙ্গ । আমি "উদ্দীপনা” প্রবন্ধ প্রণয়ন করিলাম। বঙ্কিমবাবু বড় খুসী। g আমি তাহাকে কিছু না বলিয়া চুপি চুপি রামগতি স্থায়রত্ন মহাশরুকে দেখাইলাম। ‘ভোগ্য ‘ভোজ্য এই দুটা কথায়, আমি একটা কি গোল করিয়াছিলাম। ব্যাকরণ ভুলই করিয়াছিলাম। তিনি সেটি সংশোধন করিয়া দেন। ব্রজমাধব প্রথম সংখ্যায়, আমার সেই প্রবন্ধের টিকি কাটিয়া বাহির করিলেন। প্রবন্ধের মুখটুকুও দেখ। গেল না। বঙ্কিমবাবু এপলজি করিলেন বটে, আমি কিন্তু মনে মনে চটিয়া লাল। ওদিকে পিতাকে “বঙ্গদর্শন” পাঠান হয় নাই। তিনি চটিয়া আমাকে লিখিলেন— “Why does not my friend Bankim Chandra send his Bangadarsan to me 7 I am able to understand it and can afford to pay for it.”, ঐ ক্ষুদ্র কথা কয়টিতে পিতার রঙ্গসাহিত্যের প্রতি অনুরাগ এবং বন্ধুর সামান্ত অবহেলায় “রাগ” বেশ বুঝিতে পারা যায়। অবশু বঙ্গদর্শন র্তাহার নিকট প্রেরিত হইল, এবং তিনি পাঠ করিয়া মহা আনন্দ প্রকাশ করিলেন। ১২৭৯ সালের ১লা বৈশাখ “বঙ্গদর্শন” প্রকাশিত হইল । সেই বৎসর দুর্গোৎসবের পর মাতাঠাকুরাণীর বায়ুরোগ বৃদ্ধি পাওয়ায় আমি ওকালতি ছাড়িয়া দিলাম। বহরমপুরে আর গেলাম * বাড়ীতেই রহিলাম। ৮০ সালের বৈশাখ হইতে “বঙ্গদর্শনের দ্বিতীয় খণ্ড বঙ্কিমবাবুদিগের বাড়ী কাঁটালপাড়া হইতে প্রকাশিত হইতে লাগিল।