পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>¢ २ বঙ্কিম-প্রসঙ্গ এম, এ, মহাশয়ের নিকট গিয়া উপস্থিত হইলাম। তিনি সংস্কৃত কলেজের এম,এ, আমার উপর তাহার স্নেহদৃষ্টি থাকা সম্ভব,সুতরাং তিনি র্তাহার মাসিকপত্র “আৰ্য্যদর্শনে’ আমার লেখাটি স্থান দিলেও দিতে পারেন। তাহার কাছে গেলে, খুব গম্ভীরভাবে, বেশ মুকুব্বিয়ান চালে বলিলেন, “তুমি সংস্কৃত কালজের ছাত্র, রচনা লিখিয়া তুমি পুরস্কার পাইয়াছ, আমার কাগজেক্টহা ছাপান উচিত। কিন্তু তুমি বাপু যে সকল ভিউ দিয়াছ, আমার সঙ্গে তা মেলে •না। আমূল পরিবর্তন না করিলে আমার কাগজে উহা স্থান দিতে পারি না।’ আমি বলিলাম, “আমার ত মহাশয় নিজের কোন ‘ভিউ নাই। পুরাণ পুথিতে যা পাইয়াছি, তাই সংগ্ৰহ করিয়া লিখিয়াছি।” যাহা হোক, তিনি উহা ছাপাইতে রাজী হইলেন না। আমি বাড়ী ফিরিয়া আনিলাম, আপাততঃ গ্রন্থকার হইবার আশা ত্যাগ করিলাম। । - তাহার পর একদিন চাপাতলার ছোট গোলদীর্ঘীর ধার দিয়া বেড়াইতে যাইতেছি ; শ্ৰীযুক্ত বাবু রাজকৃষ্ণ মুখোপাধ্যায় মহাশয়ের সহিত রাস্তায় দেথা হইল। তিনি ও তাহার দাদা বাবু রাধিকাপ্রসন্ন মুখোপাধ্যয় মহাশয় আমাদের বেশ জানিতেন, আমাকে বেশ স্নেহ করিতেন, কিন্তু আমি তিন চারি বৎসর কাল তাহাদের বাড়ী যাই নাই, বা র্তাহাঙ্গের কাহারও সহিত দেখা করি নাই । তিনি সে জন্ত আমাকে বেশ মৃদ্ধ তিরস্কার করিলেন, এবং আমাকে অতি সম্বর র্তাহাদের বাট যাইতে বলিলেন। আমি তাহাঁদের বাড়ী গেলেই এই তিন চারি বৎসর কি করিয়াছি, তাহার পুঙ্খানুপুঙ্খ সংবাদ জাম্বার