পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমবাবুর প্রসঙ্গ 'oసె\రి দুই মাস বঙ্গদর্শনের টোন বড় নীচু করা হয়েছিল। বিরক্ত হয়ে ৬৭ মাস লিখি নাই।.....” আমি বলিলাম, “আপনি কেন সম্পাদক হোন না ?” উত্তর—“আর আমার সে উৎসাহ নাই।”......আর একদিন চন্দ্রনাথবাবু “বঙ্গদর্শনে”র কথা তুলিলেন। বঙ্কিমবাবুকে বলিলেন, “শ্ৰীশের ইচ্ছা, আমারও ইচ্ছা, তুমি সম্পাদক হও।” বঙ্কিমবাবু অস্বীকৃত হইয়া বলিলেন, “তা হলে বঙ্গদর্শন’ ছাড়িব কেন ? তা হলে আর কাহারও সহায়তা লইতাম না। শ্ৰীশবাবুকে সন্ধ্যার পর এসে গণেশ হইতে হইত।”......একটু পরে খিদিরপুর হইতে বাবু যোগেন্দ্রচন্দ্র ঘোষ ও উকীল উমাকালী বাবু আসিলেন। খাজনার আইন বিলের আন্দোলন জন্য ইংলণ্ডে লর্ড লিটনকে মুরুবৰী খাড় করা হইয়াছে বলিয়া বঙ্কিমবাবু যোগেন্দ্রবাবুকে ঠাট্ট করিতে লাগিলেন। চন্দ্রবাবুকে পান লইয়া খাইতে দেখিয়া বঙ্কিম বাবু ঈষৎ হাসিয়া বলিলেন—“এখন পানে দিলে মন!” খুব হাসি চলিতেছিল। রাজকৃষ্ণ বাবু আমারই মত শ্রোতা—বড় কিছু বলিতেছিলেন না । আমি জিজ্ঞাসা করিলাম, “আপনি এক স্থানে লিখিয়াছেন,"মুন্দর অর্থে ভাল নহে ; ইহা কি ঠিক ?” চক্রবাবু স্বীকার করেন না। উত্তর—“কোথায় লিখিয়াছি ?” আমি—“বৃত্রসংহারের সমলোচনায়। উত্তর—“ভুল লিখিয়াছি।” আমি কালাইলের কথা বলিলাম। বঙ্কিমবাৰু বলিলেন, “র্তারও সেই মত—Beautiful includes good.” আমি বলিলাম, “আমার ইচ্ছ, আপনার জীবনী সম্বন্ধে কতক > ○