পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

为>8 বঙ্কিম-প্রসঙ্গ কতক নোট এখন হইতে সংগ্ৰহ করি। আপনি কিছু কিছু নোট দিতে পারেন কি ?” বঙ্কিম বাবু হাসিলেন, বলিলেন, “আমার জীবন অসার, তা লিথিয়া কি হইবে ? আমার জীবনের কথা মাঝে মানে গল্প বলিয়া তোমায় শুনাইব, সকল কথা বলা ত সহজ নহে ! জীবনে অনেক ভ্রম প্রমাদ আছে, তা বলা বড় কঠিন, কাজেই জীবনী হইল না । সে সব বলিতে পারিলে অনেক কাজ হয়। আমার জীবন অবিশ্রাস্ত সংগ্রামের জীবন। এক জনের প্রভাব আমার জীবনে বড় বেশী রকমের—আমার পরিবারের । আমার জীবনী লিখিতে হইলে তাহারও লিখিতে হয় । তিনি না থাকিলে আমি কি হইতাম, বলিতে পারি না। আমার যত ভ্রম প্রমাদ তিনি জানেন, আর আমি জানি। আমার জীবনের কতক বড় শিক্ষাপ্রদ, সকল বলিলে লোকে ভাবিবে কি যে, কি এক রকমের অদ্ভুত লোক ছিল। আগে আমি নাস্তিক ছিলাম। তাহা হইতে হিন্দুধৰ্ম্মে আমা মতি গতি অতি আশ্চৰ্য্য রকমের। কেমন করিয়া তাহ হইল, জানিলে লোকে আশ্চর্য হইবে। আমি আপন চেষ্টায় যা কিছু শিখেছি। ছেলে বেলা হতে কোন শিক্ষকের কাছে কিছু শিখিনি হুগলী কলেজে এক আধটু শিখেছিলাম ঈশান বাবুর কাছে। ক্লা কখনও থাক্ষিতাম না। ক্লাসের পড়াশুনা কখনও ভাল লাগিং না—বড় অসম্ভ বোধ হইত। কুসংসর্গটা ছেলেবেলায় বড় বেঃ হয়েছিল। বাপ থাকতেন বিদেশে, মা সেকেলের উপর আঃ একটু বেশী, কাজেই তার কাছে শিক্ষা কিছু হয় নি; নী৷ি কুখনও হয় নি। মামি যে লোকের ঘরে সিদ দিতে কেন শি -