পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సె\ు বঙ্কিম-প্রসঙ্গ সেই অগাধজলে সাঁতারের মত স্বন্দর অপূৰ্ব্ব দৃশ্য বড় দুৰ্ল্লভ।” আমার কথা স্বীকার করিয়া বঙ্কিমবাবু বলিলেন, “অগাধজলে সীতারের মত দৃশু আমি আর কই লিখি নাই।" নিজের জীবনী , “অষ্ঠায় কাজের মধ্যে মদ খাই, কিন্তু ইহা বলিতে পারি, সে জন্ত কখনও কোনও দুর্নীতির কাজ করি নাই। থাইতে অপব্যবহার না হয়, এমন নহে।” প্রশ্ন—“মদে রাষ্ট্রক কোনও অসুখ হয় না ?” উত্তর—“না, বরং মদ ধরিয়া শরীর/ভাল আছে। সে যেমনই হোক, আমাদের মতন লোকের ট হইতে এটা বড় কুদৃষ্টাস্তের কাজ করে। সেবার ডাক্তার গুদাস যখন বহরমপুরে ছিলেন, কতকগুলি কলেজের ছাত্রকে মদ } খাওয়ার জন্ত তিরস্কার করিয়া উত্তর পাইয়াছিলেন, ‘দোষ কি মহাশয় ? অন্যায় কাজ হলে বঙ্কিমবাবু করিবেন কেন ? গুরুদাস বোৰু আমার কাছে আসিয়া অনুরোধ করিয়াছিলেন, আপিন যেন ওটা ত্যাগ করি। দুই একবার ত্যাগও করিয়াছিলাম।”

  • রবীন্দ্রবাবুর কথা উঠিল। আমি জিজ্ঞাসা করিলাম,"র্তার উপন্যাস কি আপনি পড়িয়াছেন?”উত্তর—“পড়েছি। স্থানে স্থানে অতি সুন্দর সুন্দর উচ্চদরের লেখা আছে, কিন্তু উপন্যাসের হিসাবে সেটা নিষ্ফল হয়েছে। রবিকে সে কথা আমি বলেছি। উদীয়মান লেখকদের মধ্যে হরপ্রসাদ, তুমি ও রবির মধ্যে আমার বোধ হয় রবি বেশী “গিফটেড, কিন্তু ‘পৃকোসাস’, এখনি তার বয়স ২২।২৩, সে কথা লে দিন রবিকে বলেছি। রবি বলেন, আপনিও ত অল্প বয়সে ‘স্বৰ্গেশননীি লেখেন। আমি যখন "র্গেশননীি লিখি, তখন