পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমবাবুর প্রসঙ্গ >為● আমার বয়স ২৪ বৎসর।” * * আমি বলিলাম, “এই বয়সে দুইবার ইয়ুরোপ-ভ্রমণে যাওয়াও আমার বোধ হয় রবীন্দ্রনাথের একটা বিশেষ সুবিধা ।” উত্তর—“তাতে উপকার হয়েছে কি না, জানি না। আমার ইচ্ছা আছে, পেন্দন লইয়া সব বন্দোবস্ত করিয়া একবার ইউরোপ যাব।” * * নিজের স্বষ্ট স্ত্রী-চরিত্র সম্বন্ধে আবার বলিলেন, “এ দেশে স্ত্রীরাই মানুষ, সে কুথ আমি একবার বুঝাইবার চেষ্টা পেয়েছি। ইউরোপের যত মনস্বিনী স্ত্রীর কথাই বল, ঝান্সীর রাণীর চেয়ে কেহ উচ্চ নহে। রাজনীতিক্ষেত্রে অমন নায়িকা আর নাই। ইংরেজ সেনাপতি রাণীকে যুদ্ধক্ষেত্রে দেখিয়া বলিয়াছিল, ‘প্রাচ্যদিগের মধ্যে এই একমাত্র স্ত্রীলোকপুরুষ। আমার ইচ্ছা হয়, একবার সে চরিত্র চিত্র করি, কিন্তু এক ‘আনন্দ-মঠেই সাহেবের চটিয়াছে, তা হলে আর রক্ষা থাকৃবে না।” ইডেন সাহেবের কথা উঠিল। বলিলেন, “লোকটা যেমনই হোক, খুব বুদ্ধিমান। আমায় একদিন বলিয়াছিল, “আপনার বই খুব পপুলার, অনেক বোধ হয় বিক্রয় হয়। আমি উত্তর করি, “আমাদের দেশ বড় গরিব, বেশী বিক্ৰী হয় না। ইডেন সাহেব—২২৩ টাকায় এক কাপি বিক্রয় করিতে পারেন না ? তখন আমার কাছে গুনিলেন যে, এক টাকা দামেও লোকে কিনিয়া উঠিতে পারে না । ইডেন সাহেব আর কিছু দিন এখানে থাকিলে আমার কাজ কৰ্ম্ম সম্বন্ধে ভাল হতে ।” অন্তান্ত সাহেবদের কথা হইল। অনেকে বঞ্চিম বাবুকে বলে, এ দেশে এই লোকটাই অদ্ভুত শক্তিশালী। কথা-প্রসঙ্গে শুনিলাম, রিয়াক সাহেব হেরিও