পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3:ՋԵ বঙ্কিম-প্রসঙ্গ প্যাথ লোকনাথ বাবুকে জিজ্ঞাসা করিয়াছিলেন, সত্যই কি হেষ্টির বিরুদ্ধে পত্রগুলা বঙ্কিম বাবুর নিজের লেখা ? জন ষ্টুয়ার্ট মিলের কথা উঠিল। বঙ্কিম বাবু বলিলেন, “এক সময়ে মিলের আমার উপর বড় প্রভাব ছিল, এখন সে সব গিয়াছে।” নিজের লিখিত প্রবন্ধের কথা উঠিলে বলিলেন, ‘সাম্য’টা সব ভুল, খুব বিক্রয় হয় বটে,কিন্তু আর ছাপাব না। প্রবন্ধপুস্তকেও অনেক ভুল, সেটাও ছাপাব না। তবে ভিন্ন পুস্তকাকারে উহার কয়টা প্রবন্ধ দিব।” পুজার সময় নবমীর দিন কাঠালপাড়ায় বঙ্কিম বাবুর বাড়ীতে পূজা দেখিতে গিয়াছিলাম। পণ্ডিত তারাকুমার কবিরক্স, চন্দ্রনাথ বাবু প্রভৃতি সেখানে উপস্থিত ছিলেন। আমরা আহার করিতে বসিলে বঙ্কিম বাৰু লেবু পরিবেশন করিলেন। নীচে কাঙ্গালীভোজন হইতেছিল, হাসিয়া বলিলেন, “দেখ চন্দ্র, নানা রকম রূপ, দেখিলে আর খেতে পারবে না।” বঙ্কিমবাবুর প্রথম যৌবনকালের একখানি ছোট ফটোগ্রাফ, র্তার ভ্রাতুপুত্র যতীশচন্দ্র আমায় দেখাইলেন। বঙ্কিম বাবু বলিলেন “এখানি দুর্গেশনন্দিনী’ লিখিবার আগের ছবি।” বমি বাবুদের বংশ বৈষ্ণব, পুজায় আমিষের সম্বন্ধ নাই। এক মেছুনী মাছ লইয়া দরওয়াজায় চুকিল, বঙ্কিম বাবু সে দিকে জাসিতেছিলেন, একটু ব্যস্ত হইয়া বলিলেন, “মাছ নাবাসনে, আজ মাছ আনতে নেই।” যতীশ বলিল, “া কখনও হয়নি, তাই কলি ?” বাহিরের বৈঠকখানার টেবিলের উপর বঙ্কিমবাবুর আর এক