পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমবাবুর প্রসঙ্গ। দ্বিতীয় প্রস্তাব। প্রায় পাঁচ বৎসর হইল, “সাধনা”য় "বঙ্কিমবাবুর প্রসঙ্গ", লিথিয়াছিলাম। তখন ইচ্ছা ছিল, আরও কয়ট প্রবন্ধ লিখিয়া র্তাহার সম্বন্ধে যাহা কিছু আমার সংগ্রহ এবং জানা আছে, সাধারণে প্রকাশ করিয়৷ তদীয় ভবিষ্যৎ জীবনী-লেখকের পথ কিঞ্চিৎ সুগম করিয়া দিব। নানা কারণে এতদিন সে মহৎ সঙ্কল্পের অমুসরণ করিতে পারি নাই, আজও পরিলাম না। বর্তমান প্রসঙ্গে সংক্ষেপে কয়টমাত্র কথা বলিবার অবসর পাইব । ১৮৮৫ অব্দের পূজার পূৰ্ব্বে "প্রচার” পত্রে “কৃষ্ণ-চরিত্রে”র যে অংশ প্রকাশিত হয়, তাহাতে বিশেষ ভাবে তাহার রণকুশলতার সমর্থন করা হইয়াছিল ; পড়িয়া রবিবাবু আমায় বলিয়াছিলেন, যিনি মনুষ্য জাতির চিরদিনের আদর্শ বলিয়া বঙ্কিম বাবুর ব্যাখ্যায় প্রতিভাত, যুদ্ধে প্রবৃত্তি র্তাহার পক্ষে ভারী অসঙ্গত বলিয়া মনে হয়। ঠিক সেই কথা আমারও মনে হইয়াছিল,এবং বঙ্কিমবাবুকে আমি লিখিয়াছিলাম যে হিসাবৃত্তি যুদ্ধের উত্তেজক, অথচ হিংসার মত সমাজবিরোধী (Antisocial) বৃত্তি আর নাই। শ্ৰীকৃষ্ণ আদর্শচরিত্র

  • সাধন ; শ্রাবর্ণসংখ্যা ; ১৮৯৪ ।