পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমবাবুর প্রসঙ্গ २ ० > তাহাতে প্রবৃত্ত ছিলেন, ইহা তাহার মাহাত্মব্যঞ্জক নহে। সে সময়ে রবীন্দ্র বাবু ও আমার সম্পাদিত “পদরত্নাবলী” মুদ্রিত হইয়াছিল, এবং আমি উহার একখণ্ড বঙ্কিম বাবুর কাছে পাঠাইয়া তাহার মতামত-জিজ্ঞাস্থ হইয়াছিলাম। কিছুদিন পরে নদীয়া জেলায় প্রথম রাজকাৰ্য্যে নিযুক্ত হইয়া যাই। পলাশীর অদূরে কালী গ্রামে অবস্থানকালে বঙ্কিম বাবুর পত্রোত্তর আমার হস্তগত হইয়াছিল। সে আজ চতুর্দশ বৎসরের কথা—কিন্তু যেন কাল বলিয়া মনে হইতেছে। পত্ৰখানি উদ্ধৃত করিতেছি – “প্রিয়তমেষু— আমি হাপানির পীড়ায় অত্যন্ত অসুস্থ থাকায় তোমার পত্রের ëw;& fâC& fìaw şïxtCE I csÑÈ cŵTWR appointment দেখিয়া অত্যন্ত আহলাদিত হইলাম। ভরসা করি, শীঘ্রই চাকরী চিরস্থায়ী হইবে । ‘পদরত্নাবলী পাইয়াছি। কিন্তু মুখ্যাতি কাহার করিব ? কবিদিগের, না সংগ্রহকারদিগের ? যদি কবিদিগের প্রশংসা করিতে বল, বিস্তর প্রশংসা করিতে পারি। আর যদি সংগ্রহকারদিগের প্রশংসা করিতে বল, তবে কি কি বলিব আমায় লিখিবে, আমি সেইরূপ লিখিব। তুমি এবং রবীন্দ্রনাথ যখন সংগ্রহকার, তখন সংগ্রহ যে উৎকৃষ্ট হইয়াছে, তাহ কেহই সন্দেহ করিবে না, এবং আমার সার্টিফিকেট নিম্প্রয়োজন। তথাপি তোমরা বাহ লিখিতে বলিবে, লিখিব। কৃষ্ণ সম্বন্ধে যে প্রশ্ন করিয়াছ, পত্রে তাহার উত্তর সংক্ষেপে দিলেই চলিবে। জামি যাহা লিখিয়াছি (নবজীবনে ও