পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 বঙ্কিম-প্রসঙ্গ এই সময়ের পূর্ব হইতে তিনি “হুর্গেশনন্দিনী" লিখিতেছিলেন। এই সময় তাহাকে 'সৰ্ব্বদ। অন্যমনস্ক দেখা যাইত। এমন কি, সাক্ষীর এজেহার লিখিতে লিখিতে তিনি কলম বন্ধ করিয়া ভাবিতে ভাবিতে অন্তমনা হইয়া পড়িতেন, এবং হঠাৎ এজলাস পরিত্যাগ করিয়া গৃহাভ্যন্তরে র্তাহার study-roomএ প্রস্থান করিতেন, চিন্তিত বিষয়টা লিপিবদ্ধ না করিয়া এজলাসে ফিরিতেন না। “দুর্গেশনন্দিনী”র লেখা সমাপ্তপ্রায় হইলে, কিংবা মুদ্রিত হইবার প্রাকালে, আমি তাহার পাঠকক্ষের টেবিলে কয়েক ভলুম স্কটের ওয়েবলী উপন্যাস সজ্জিত দেখি। তিনি হয় ত কোনও বন্ধুকে তাহার দুর্গেশনন্দিনীর পাণ্ডুলিপি পাঠ করিতে দেন ; বন্ধু তাহাকে Ivanhoe উপাখ্যান-ভাগের সঙ্গে তাহার পুস্তকের উপাখ্যান-ভাগের অনেক বিষয়ে সৌসাদৃগু আছে, বলিয়া থাকিবেন ; তাহাতে তিনি কৌতুহলাক্রান্ত হইয়া সম্ভবতঃ নূতন ওয়েবলী উপন্যাসাবলী বাজার হইতে ক্রয় করিয়া আনিয়াছিলেন। দুর্গেশনন্দিনী রচিত হইবার পূৰ্ব্বে তিনি “Ivanhoe" পড়িয়াছিলেন কি না, তাহা আমি ঠিক বলিবার অধিকারী নহি । আমি যাহা দেখিয়াছি, তাহ! সত্যের অনুরোধে অবিকল প্রকাশ করিলাম। আমি অগ্ৰে “দুর্গে নন্দিনী" পাঠ করি ; তাহার অনেক দিন পরেশvanhoeজধ্যর করি। বলিতে কি, আমি উভয়ের গোঁসাপ্ত দেখিয়া গান্ধ হইয়াছিলাম। আমি ঈছী রমণীর (Rebeca) ছিন্ন পী করিবার সময় আয়োকে একটা মুহূর্বও ভুলিতে পারিপ্লাই