পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্তা ২২৩ দেখিয়া হয় ত মনে করিতেছিলেন, পুত্রটা শুধু অচেতন হইয় পড়িয়াছে। মৃতের অঙ্গে বস্তুতঃ কোনও চিকু ছিল না। তাহfর পরিধেয় বস্ত্রের কোনও স্থান দগ্ধ হয় নাই। কোমরের ঘুন্সীটা যেমন ছিল, তেমনই রহিয়াছে ; ঘুম্গীতে চাবিটও যেমন ছিল, তেমনই আছে। বঙ্কিম বাবু চাবিট গলিয়া পড়িবার আশঙ্কা করিতেছিলেন। বজ্রপাতকালে আহতের মস্তক পতন-চাহুত স্থান হইতে এক বিঘতের কিছু বেশ দুরন্থ ছিল। আমরা বজাহত বাটতে উপস্থিত হইবার পরক্ষণেই নিকটস্থ পাদরী সাহেব অশ্বারোহণে সেখানে আসিয়া উপস্থিত হইলেন। বঙ্কিম বাবু অবিলম্বে তাহাকে ডাক্তার মহেশচন্দ্র ঘোষকে আনিবার জন্য রামনগরে প্রেরণ করিলেন, এবং কলিকাতা হইতে ভাল ডাক্তার আনিবার জন্ত, অবস্থা বিজ্ঞাপন করিয়া, রাজকুমার বাবুকে টেলিগ্রাম করিলেন। এ দিকে ডাক্তার মহেশচন্দ্ৰ দণ্ডদ্বয়ের মধ্যে সে ক্ষেত্রে উপস্থিত হইয়া যুবাটার চৈতন্তসম্পাদন করবার জন্ত নানাবিধ উপায় অবলম্বন করিতে লাগিলেন। বঙ্কিম বাবুও ডাক্তারের সঙ্গে উঠিয়া পড়িয়া লাগিয়া গেলেন। বলী বাহুল্য, ডাক্তার মহোদয়গণের কোনও চেষ্টা সফল হইল না। বজ্রটা বোধ । হয়, আহতের মস্তিষ্কদেশের সন্নিধানে আসিয়া আন্দোলনেই তাহার প্রাণবায়ু নিঃশেষিত করিয়াছিল। ডাক্তারের অন্ততঃ थ्दन अिहे बख्रा उलनौड इन। আমি আমার নূতন কার্য্যে বারাসতে চলিয়া গেলে বঙ্কিম