পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२२ ' বঙ্কিম-প্রসঙ্গ হইয়। গিয়াছে। মধ্যস্থলে বিদ্যুদগ্নি আহত বঁাশটকে পরিত্যাগ করিয়া সংলগ্ন দ্বিতল বাটীর উপরের ছাদের আলিশা আশ্রয় করিয়া, তাহা হইতে কিছু দূরে আসিয়া, ঘরের দেউল অবলম্বনে নীচের তলের একটা ঘরে নামিয়া আসে। নামিবার সময় দেউলের বালিকাম চুণকাম অঙ্গুলিপ্রমাণ পরিসরে উপর হইতে বরাবর সোজা খসিয়া পড়িয়াছে। নীচের ঘরে তিনটা লোক দেওয়াল ঠেসান দিয়া একটা মাছরে বসিয়া কি গল্প করিতেছিল। প্রধান বজ্ৰাহত মধ্যস্থলে ছিল ; সেই বেচারাই তখনই মৃত্যুমুখে পড়ে । ইহার বয়ঃক্রম অনুমান একুশ বৎসর হইবে। দ্বিতীয় বজাহতটা সম্পর্কে রাজকুমার বাবুর ভাগিনেয়। এই যুবাট তখন সেই মাদুরের উপরে পড়িয়া যন্ত্রণায় ছট্‌ফট্‌ করিতেছিল। তৃতীয় বজ্রাহতট রাজকুমার বাবুর তৃতীয় পুত্র। ইনি তখন অনুমান ষোল বৎসরেরও নৃনবয়স্ক। ইনি সচেতন অবস্থায় এদিক ওদিক করিতেছিলেন। ই হার অঙ্গের উরুদেশে একটা ছড় দেখিলাম। ইনি তখনও তাহার জালা অনুভব করিতেছিলেন। ছড়টা উরুদেশের উর্দ্ধস্থান হইতে পাদমূল পৰ্য্যন্ত নামিয়াছে। রাজকুমার বাবুর পরিবার মৃত পুত্রের মস্তক স্বকীয় অঙ্কে গ্রহণ করিয়া সেই ঘরের মধ্যস্থানে মুখাৰ্বত হইয়া মৃতের মুখপানে একদৃষ্টে চাহিয়া আছেন। রাজকুমার বাবু সেই দিন প্রাতের ট্রেণে কলিকাতার গিয়া ছিলেন। স্বত পুত্রটার মাতা, পুত্রাঙ্গে কোনও বজচিকু না