পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র २१¢ তাহাদিগকে অনুসন্ধান-স্থলে উপস্থিত রাখিয়াছিল। ইহারাই পুলিস কর্তৃক শিক্ষিত হইয়। বঙ্কিম বাবুর কাছে দর্ভিক্ষের মায়া-কান্না কাদিতে কাদিত বলিতে লাগিল, “মশাই, আমরা এবার খেতে না পেয়ে মরি, সরকারবাহাদুর এ সময় আমাদিগকে অন্ন । দিয়া 171 বঁাচান।” বঙ্কিম বাবু বাইশহাটা হইতে ফিরিয়া আসিয়া আমার নিকট র্তাহার অনুসন্ধানের ফল আনুপূৰ্ব্বিক বর্ণনা করেন। বঙ্কিম বাবু সত্য সত্যই পুলিসের চাতুরী বুঝতে পারেন নাই। যে লোকটী তথায় দুর্ভিক্ষে মৃত বলিয়া প্রচারিত হইয়াছিল, পুলিসের কৌশলে সে "রোগে ক্রমশঃ জীর্ণ শূর্ণ হইয়া মৃত্যুগ্রাসে পতিত হইয়াছে", অনুসন্ধানে এইরূপ প্রকাশ পাইল। বঙ্কিম বাৰু তৎপরে বাইশহাটা হইতে কিরিবার পথে জয়নগরের সন্নিহিত হাটপাড়া গ্রামে মৃত ব্যক্তির অনুসন্ধান করিতে আসিলেন। এ ব্যক্তি অবন্তই দুর্ভিক্ষে “অনাহার-প্রযুক্ত মৃত” বলিয়া প্রমাণিত হইল। পুলিসের কোনও কৌশলজাল এখানে বিস্তারিত হয় নাই। যদি পুলিসরিপোর্টে এই মৃত্যুবিবরণ স্থান প্রাপ্ত হইয়া থাকে, তাহা হইলে এখানে পুলিসের কোনও কৌশলজা বিস্তার করিবার কারণ ছিল না। অথবা, স্থানটী জয়নগরবাসীদের অত্যন্ত্র সন্নিহিত বলিয়া পুলিস এখানে কোনও চাতুরী করিবার অবসর পায় নাই, বা গাহস করে নাই। বঙ্কিম বাবুর মুখে বাইশ: হাটার দুর্ভিক্ষ বিবরণ শুনিয়া আমি অবাক হইয়াছিলাম। ७ाश भाथtजद्रभ{अशैड पैमाञ्च , गwiन विभईौछ । रकिम