পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२४ বঙ্কিম-প্রসঙ্গ প্রামালিক স্থত্রে অবগত হইয়াছি, একবার নাকি ২৪ পরগণার কোনও উদ্ধত ম্যাজিষ্ট্রেট বঙ্কিমবাবুকে তাহার নিজ এজলাসের মধ্যেই কর্কশ ভাষায় "বঙ্কিম ” “বঙ্কিম !" বলিয়া ধমক দিবার উযোগ করিয়াছিল। তাহাতে বঙ্কিমবাবু নাকি বড়ই বিরক্ত হইয়া উঠিয়াছিলেন, এবং বলিতে বাধ্য হইয়াছিলেন, “You should see, I am no longer ‘Bankim', now represent Her Majesty's Law and Justice, You know, i can at once order your arrest and pass sufficient punishment for insulting Her Majesty's Court of Justice" ইহাতে সাহেবট অপ্রতিভ হইয়া ফিরিয়া গেল। এইরূপে বঙ্কিমবাবু পদের গৌরব রক্ষা করিতে বাধ্য হইয়াছিলেন, এবং শীঘ্ৰ কাৰ্য্য হইতে অবস্থত হইবেন, স্থির করিয়াছিলেন। এই ঘোষাল মহাশয়ের বাসায় বঙ্কিমবাবু আমাকে আরও বলিয়াছিলেন যে, তিনি ইতিপূৰ্ব্বে কয়েক বৎসর শুদ্ধ হবিষ্যা ভক্ষণ করিয়াছিলেন। দেহটা বড়ই অশুদ্ধ হইয়া পড়িয়াছিল ইহাকে পবিত্র করিবার প্রয়োজন হওয়ায়, আহার সম্বন্ধে এর ব্ৰতাবলম্বন করিতে বাধ্য হন। তিনি চিত্তগুদ্ধির জন্য দেহ শুদ্ধির প্রয়োজনীয়ত, এবং দেহগুদ্ধির জন্ত সাৰিক আহারে আবগুকতা উপলব্ধি করিতেন। অনেক ইংরেজি-শিক্ষিতে निक्के श्शूिब ७३ थाश्रेष्ठस्र इtéछ नमश श्ल्ला श्रोरइ । अरुि মহা কেশবচন্দ্র সেন ও শিবনাথ শাস্ত্রী মহাশয়ও লেখকে.