পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিজ २२१ জাহারাদি করেন। আমি বঙ্কিমবাবুর সঙ্গে সেখানে সাক্ষাৎ করি। ঘোষাল মহাশয়ের নিবাস-বঙ্কিমবাবুর স্বগ্রামে, কাঠালপাড়ায়। উভয়ের মধ্যে কুটুম্ব-সম্বন্ধ ছিল। উভয়ের কথাবার্তার মধ্যে জানিতে পারিলাম, বঙ্কিমবাবু বাল্যকালে কমলাপতি বাবুর নিকট ইংরেজি পড়িতেন। আমার সঙ্গে বঙ্কিমবাবুর সেইখানেই উহার অনুসন্ধান সম্বন্ধে কথাবাৰ্ত্ত হয়। আমি পূৰ্ব্বে “নবজীবন” পত্রে “বৈষ্ণব-তত্ত্ব” সম্বন্ধে প্রবন্ধ লিখিতাম। “এখন আর কোনও প্রবন্ধ লিখি না কেন ?" জিজ্ঞাসিলে, আমি তদুত্তরে আমার শারীরিক অস্বাস্থ্যের বিষয় বলিলাম,—“লিখিতে গেলে আমার বহুমূত্রের পীড়া বাড়ে।” তাহাতে তিনি বলিলেন, “এরূপ স্থলে মা লেখাই ভাল।” “শীঘ্র পেন্সন লইয়াকার্য্য হইতে অবসর গ্রহণ করিবেন”—এরূপ কথাও হইল। र्डिन চিরকালই সাহেবদের গালাগালির বড়ই ভয় করিতেন, এবং সৰ্ব্বদাই বলিতেন, যে কোনও উপায়ে গ্রাসাচ্ছাদন চলিবার উপযুক্ত আয় হইলে তিনি কাৰ্য্য হইতে অবসর গ্রহণ করেন। কথাটা এই তিনি বহুদিন হইতে অনেক সাহেবকে কাজ শিখাইয়া এক প্রকার মানুষ করিয়া আসিতেছেন ; তাহারা উচ্চ উচ্চ পদে প্রতিষ্ঠিত হইয়া নানা স্থানে চলিয়া গেলেন। এখন যে সমস্ত তরুণবয়স্ক কাৰ্য্যানভিজ্ঞ লাহেবো তাহার উপর হাকিম হইয়া আসিতেছে, তাহারা আবার উণ্টে তাহাকে কাছ শিখাইতে ও সময়ে মেয়ে তাঁহাকে অন্যায়ৰূপে ধমক দিতে চায়, এবং তাহাতে শ্লাঘা জ্ঞান করে। এরূপ ३र्षदशब्र बर्षन उँ'शब्र क्लब बन्नु३ अर्गश् श्हेग्रा फेरिठछ। 26: