পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిలిట বঙ্কিম-প্রসঙ্গ গাড়ীতে তুলিয়া দিতে দুই চরি মিনিটের অধিক সময়ও লাগিবার সম্ভাবনা নাই, তথাপি বঙ্কিম বাবু ছত্রহস্তে তাহার অনুগমন করিলেন, এবং ছত্রটা খুলিয়া পশ্চিমাভিমুখে বহিদ্বারে রৌদ্র হইতে আপনাকে রক্ষা করিয়া দাড়াইলেন। বঙ্কিমবাবু রৌদ্র হইতে এত সতর্ক হইতেন। মহাত্মা রাজা রামমোহন রায়ের সম্বন্ধে বঙ্কিম বাবুর সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়। রামমোহন রায়ের, প্রতি তাহার উপযুক্ত শ্রদ্ধা ভক্তির অভাব ছিল। আমি উক্ত মহাত্মার কোনও গুণ কীৰ্ত্তন করিলে, তিনি তাহাতে বড় একটা অনুমোদন প্রকাশ করিতেন না। উক্ত মহামুভব পুরুষ নিজের লেখায় বা কথায় কখনও কোনও প্রচলিত উপাস্ত দেবদেবীর প্রতি বা প্রচলিত শাস্ত্রসমূহের প্রতি কোনও প্রকার অবজ্ঞা বা অসম্মান প্রদর্শন করেন নাই, এ কথা বলাতে বঙ্কিম বাবু তাহাতে সায় না দিয়া কতকগুলি খৃষ্টীয় পুস্তিকা বাহির করিয়া আমাকে পড়িতে দিলেন। সেই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র •issot: "Quotations from the writings of Ram Mohan Roy" উদ্ধৃত ছিল । তাহার এক স্থানে দেবদেবীর যথেষ্ট নিন্দাবাদ দেখিলাম। কালীমূর্তির বর্ণনায় উক্ত মহাত্মা যে কেবল শ্রদ্ধার অভাব প্রকাশ করিয়াছেন, তা নয়, গভীর অশ্রদ্ধাও দেখাইতেও ক্রট করেন নাই। সে সমস্ত পাঠ করিয়া বঙ্কিম বাবুকে বলিলাম যে, “হয় ত এই সমস্ত লেখা রাজার অপরিপক্ক বয়সের। রাজা যে সময়ে তাহার Appeals to