পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র ২৩৭৮ the Christian Public ext *tas, frsi atas পরিপক্কতর বয়সে যখন তিনি ব্রাহ্মসমাজের সুবিখ্যাত Trust Deed পত্র প্রকাশ করেন, সে সময়ে নিশ্চয়ই দেবদেবীগণকে এরূপ নিন্দাবাদ করিবার প্রবৃত্তি রাজার মনে সম্পূর্ণ সংযত হইয়া আসিয়াছিল। সে সময়ে রাজার লেখাতে দেশপ্রচলিত শাস্ত্রের ও লোকের উপাস্ত্য দেবতার প্রতি গভীর শ্রদ্ধা অক্ষুণ্ণ রাখিয়া তিনি নিজ বক্তব্য প্রকাশ করিতেন। নববিধান-প্ৰবৰ্ত্তক মহাত্মা কেশবচন্দ্র সেনকে বঙ্কিমবাবু এক জন প্রতিভাসম্পন্ন ব্যক্তি ( Genius) মনে করিতেন। প্রেসিডেন্সি কলেজে অধ্যয়নের সময় দুই জনে এক শ্রেণীতে পড়িতেন। কলেজ ছাড়িয়া কেশবচন্দ্র অল্পদিনের মধ্যেই তাহার অসাধারণ বক্ততাশক্তির জন্য বঙ্কিমচন্দ্রের অগ্ৰেই দেশবিখ্যাত হইয়া পড়েন। আমি তখন বারুইপুরে অল্পদিনমাত্র বঙ্কিম বাবুর অধীন আছি—যখন র্তাহার “দুর্গেশনন্দিনী" আলোকের মুখদর্শন পর্যন্ত করে নাই—যখন তাহার যশঃস্বৰ্য্যের অরুণোদয়ের লেশমাত্রও পরিদৃশ্যমান হয় নাই, সেই সময় কলিকাতার কোনও স্থলে একদিন কেশব বাবুর সঙ্গে বঙ্কিম বাবুর সাক্ষাৎ হইলে, বঙ্কিমচন্দ্র কেশবচন্দ্রকে footto, “I wish to know how far you have outgone me.” এ কথা কেশব বাবুর নিজ যুখেই শুনিয়াছি, সে সময় কেশব বাবুর জিজ্ঞাসা মতে আমার সম্বন্ধেও বঙ্কিম বাবুর সঙ্গে তাহার কথাবার্তা হয়। সে কথা যাউক, বঙ্কিম বাবু কোনও