পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀՖԵ বঙ্কিম-প্রসঙ্গ ক্রমেই প্রতাপচন্দ্র মজুমদার মহাশয়কে তাহার প্রবর্তক মহাশয়ের সঙ্গে তুলনীয় মনে করিতেন না। এই কথাবাৰ্ত্তার সময় প্রতাপ বাবু সিকাগো মহামেলা উপলক্ষে আমেরিকায় ছিলেন। সেখানে প্রতাপ বাবুর বক্তৃতাদি সে দেশের, এ দেশের ও অন্যান্য সভ্য দেশের চিত্তবৃত্তি আকর্ষণ করিতেছিল। তিনি প্রতাপবাবুর লেখা ও বক্তৃতা সম্বন্ধে আমার কাছে প্রশংসা করিয়া বলিলেন, “প্রতাপ বাবু গুছিয়ে গাছিয়ে বেশ ইংরেজি বলিতে ও লিখিতে পারেন, এবং শেষে যাহা দাড় করান তাহাও মন্দ হয় না, বরং east of " As a leading power failure; নেতৃত্বশক্তি বিষয়ে তিনি প্রতাপ বাবুকে সম্পূর্ণ Failure বা অক্ষম বলিয়া বিবেচনা করেন । কেশব বাবুরও Leading power তাহার মতে খুব বেশী ছিল না, তিনি বলিলেন যে, “অনেক সময় ও শ্রম ব্যয় করিয়া কেশব বাবু যে অনুগামী দল তাহার ধৰ্ম্মপ্রচারের জন্য স্থষ্টি করিয়া যান, তিনি মানবলীলা সংবরণ করিতে না করিতে সেই অসংসজ দলট বহুধা বিছিন্ন হইয় তাহার গঠন-দৌৰ্ব্বলের পরিচয় প্রদান করিতেছে।" আমি ব্রাহ্মসমাজের ইতিহাস উল্লেখ করিয়া বলিলাম যে, “কেশব বাবুর অনুবর্তী প্রচারকদলে অনেকগুলি নিষ্ঠাবান, শ্রদ্ধাস্পদ ও সাধুচরিত্র লোক আছেন, র্তাহাদের স্বাৰ্থত্যাগ ও ধৰ্ম্মান্নুরাগ সমধিক প্রশংসনীয়। র্তাহদের প্রচার-চেষ্টা সমস্তই যে ব্যর্থ হইবে, তাহা মনে হয় না। তাহার একদিন কেশব বাবুর নাম রক্ষা করিতে সমর্থ