পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র ও র্তাহার দ্বারবান পাঠক । ー・学タリ%々ー - ১৮৮৫ খৃঃ অব্দের কথা লেখা যাইতেছে। তখন পিতৃব্যদেব বঙ্কিমচন্দ্র কলিকাতা বহুবাজারের চৌমাথার নিকট ১২ নম্বর কি এমনি একটা নম্বরের বাড়ীতে থাকিতেন । “বঙ্গদর্শন" গ্রেস তখন কাঠালপাড়া হইতে কলিকাতায় উঠিয়া আসিয়াছে। কলিকাতা হইতে পিতাঠাকুর সঞ্জীবচজের সম্পাদকতায় তখন “বঙ্গদর্শন" বাহির হয়। আমি তখন চাকুরীর উমেদার। কাঠালপাড়া হইতে প্রায়ই কলিকাতায় যাতায়াত করি ; সেখানে আফিল অঞ্চলে ঘুরি। আমাকে বাপ,ঃখুড়া, জ্যেঠা, সকলেই স্পষ্ট জবাব দিয়াছিলেন, “আমাদের দ্বারা বাপু, কিছু হইবে না ; নিজে চেষ্টা করিয়া যাহা পার, কর ।” কাজেই কলিকাতায় সমস্ত নি টাে-টাে করিয়া সন্ধ্যার সময় পিতৃব্য-নিকেতনে ফিরিয়া আসিতাম। কিছুতে মন বসিত না। তবে সেখানে একটা মূর্ত হান্তরস ছিল। তাহাতেই কোনও রকমে—কোনও রকমে কেন, এক প্রকার ,আনন্দ্বেই কাটাইতে পারিতাম। সে হাস্যরস পিতৃব্য মহাশয়ের জামাতা, কনিষ্ঠ ভগিনীপতি রাখালচন্দ্র। আমরা উভয়ে সমবয়স্ক ছিলাম। দৈব-জুৰ্ব্বিপাকে রাখাল আজি অনেক বৎসর হইতে পরলোকে ।