পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨4છે বঙ্কিমপ্রসঙ্গ । নমো নমস্তেহস্ত সহস্ৰকৃত্বঃ পুনশ্চ ভূয়োহপি নমো নমস্তে । নমঃ পুরস্তাদথ পৃষ্ঠতস্তে নমোহন্তু তে সৰ্ব্বত এক সৰ্ব্ব । অনন্তবীৰ্য্যামিতবিক্রমত্বং সৰ্ব্বং সমাপ্লোষি ততোহসি সৰ্ব্বঃ ॥ এমন সময় আমি বৈঠকখানা ঘরে ঢুকিলাম । ঢুকিয়াই দেখি, আর কেহ নাই, কেবল কাকা একখানি কোঁচে গুইয়া আছেন, তাহার উভয় চক্ষু মুদ্রিত, মুখ-সংলগ্ন সইকার মল নিঃশব্দ, তিনি যুক্তকর বক্ষের উপর ন্যস্ত করিয়া অনন্তচিত্তে সেই ব্রাহ্মণোচ্চারিত স্তব শুনিতেছেন। মুখে অদ্ভূতভাব –কি সুন্দর, কি পবিত্র ! আমি লভয়ে, লসম্রমে পিছাইয়া বাহিরে আসিলাম। সেই দৃশ্যে—সেই দৃশ্যে কেন, তাহার পূৰ্ব্বের ও । পরের ঐক্ষপ কয়েকটি ছোট ছোট ঘটনাতেও আমি অল্প বয়সেও বিলক্ষণ বুঝিতে পারিয়াছিলাম যে, কাকার ভিতরে একটা প্রবল ভক্তিস্রোত গিরিনিরুদ্ধকল্পোলিনীবৎ প্রছন্ন আছে। বুঝিতে পারিয়াছিলাম যে, সময়ে বেগরোধকারী শিলা স্থানচ্যুত হইলে ঐ পূত-স্রোত কি তরঙ্গভঙ্গে ছুটয়া সমস্ত বঙ্গভূমিকে প্লাবিত করিবে ! পরে লে স্রোত পথ পাইয়াছিল বটে, কিন্তু &হায় ! নিষ্ক্রান্ত হইতে না হইতেই সহসা কালের অনন্ত সাগর-সঙ্গম দেখিতে পাইয় তাহাতে শপইয়া পড়িয়া মিলাইয়া গিয়াছিল। বুৰি তেমন করিয়া তাছার লকল তরঙ্গগুলি তট