পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७० বঙ্কিম-প্রসঙ্গ একদিন কাকার বালায় সাহিত্যিকদিগের সান্ধ্য-সন্মিলন হইয়াছিল। সিভিলিয়ান রমেশচন্দ্র দত্ত, “বান্ধবে”র কালীপ্রসন্ন ঘোষ, নবীনচন্দ্র সেন, চন্দ্রনাথ বসু, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রভৃতি অনেক সিংহ-ব্যাস্ত্র সাহিত্যিক সমবেত হইয়াছিলেন। যথাকালে সকলে খাইতে বসলেন। তখন কালীপ্রসন্ন বাৰু “বঙ্গদর্শনে" পিতৃদেব-লিখিত “বৈজিক-তৰ" সম্বন্ধে পিতার সহিত । জালোচনায় প্রবৃত্ত হইলেন। চন্দ্রনাথ বাবু তাহাতে যোগ । দিলেন । শেষে তিনি বরফ চাহিলেন । তখন কিন্তু বরফের ঠিক সময় নহে। পেট ফাল্গুন মাস ছিল, বোধ হয়। কাজেই বরফের যোগাড় ছিল না। যাহা হউক, বরফ তখনই জামান গেল, কিন্তু রাখাল ও আমি কাকামহাশয়ের বিরক্তির কারণ হইলাম। কাকা বলিতেছেন,—“এখনকার ছেলেগুলা মাজুৰ নয়, রাখাল ত কেবল কথা শিখিয়াছে, আর যতীশ যেন এখানে বেড়াইতে আসিয়াছে ; কাজেই উহাদের এ সব দেখিবার আবশ্যক হয় না।” বলা বাহুল্য যে, রাখাল ও জামি উভয়েই সেখানে উপস্থিত ছিলাম ; গতিক দেখিয়া নীরবে জামি সরিয়া পড়িলাম। রাখাল কিন্তু দাড়াইয়া দাড়াইয়া কথাগুলি লব লুট ভরিয়া শুনিল। খাওয়া দাওয়া চুকিলে সে oftwarfstn wintą strz wfMRI Hamletast Soliloquy জাওড়াইতে জারম্ভ করিল। গুনিয়াই আমি বুৰিলাম, গে একটা কি মতলব জটিয়াছে। জমি হালিয়া বলিলা, “খবরদার।” সে কৃত্রিম ক্রোধ দেখাইয়া বলিল, “রেখে দাও