পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র ও দ্বারবান পাঠক રહ છે উক্ত প্রকারে বানান করিয়া পাঠক, যখন সম্পূর্ণ একটি ছত্ৰ বুঝিতে পারিলেন, তখন তিনি উহা ইকিয়া পড়িলেন। সেটা যেন তাহার বানানরূপ শক্রজয়োল্লাসজনিত সিংহনাদ বলিয়া আমাদের প্রতীয়মান হইল । ইকের সঙ্গে সঙ্গে তাহার মাথা ও শরীর দুলিয়া উঠিল ; তিনি সোৎসাহে পড়িতে লাগিলেন,— “পরম প্রেম নেহি যাতি ।” সেই সময় অভাগা মেঘার সমুদয় মাথাটা সামনে কুকিয়া ভূমি স্পর্শ করিতেছিল। পাঠক-মহারাজ তাহা দেখিতে পাইয়া বিরক্ত হইয়া পাঠ বন্ধ করিয়া দিলেন, এবং মেঘাকে যে শীঘ্র উৎসন্ন যাইতে হইবে, দয়ার্দ্রচিত্তে তাহাই বুঝাইতে লাগিলেন। “ভকত” ফুলুরীওয়ালাও তাহাতে যোগদান করিল। তখন মেঘ। ভয়বিহালচিত্তে ব্রাহ্মণের পায়ে জড়াইয়া ধরিল । প্রসন্ন হইয়া শেষে পাঠকমহারাজ মহাবীরের কৃপা লাভের ব্যবস্থা করিলেন ; · মেঘাকে ভোগাদির খরচ বাবদ ১০ দিতে হইবে । মেঘ} অগত্য অবনতমস্তকে স্বীকৃত হইল। সেদিন আর পাঠ হইল না। পরে শুভদিনে, শুভক্ষণে, একদিন পাঠক মহারাজ মহাবীরের পূজা করিয়া ভোগ লাগাইলেন। প্রসাদে পুরী ও মালপুয়ার বাহুল্য ছিল। “জামাইবাবু” এবং আমিও প্রসাদ হইতে বঞ্চিত হই নাই। কিন্তু ১ খরচেও যে মেঘার প্রতি মহাবীর প্রসন্ন হইলেন না, তাহার আর্থিক কষ্ট ঘুচিল না, বরং তাহা অধিক হইতে অধিকতর হইতে লাগিল, তজ্জন্য মেঘাকে বহুদিন পরেও দুঃখ করিতে শুনিয়াছি ! > *