পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র ও দ্বারবান পাঠক રછ૭ বাবু, হামারা ঘবৃক খবর কোন কাগজমে লিখ, সকৃত বোলিয়ে, হাম ও কাগজ আপকা পাস পহিলেই লে আওয়েগ । রাখাল । না মহারাজ, তা ক’রে না । তা হ’লে কর্তাবাবু গোসা হবেন । পাঠক। তব, কর্তাবাবুকে পড়া হো যানেসে আপনা পাস হাম ও কাগজ লে আওয়েঙ্গে ? রাখাল। না, তাও না। কোন কাগজে কবে তোমার দেশের বাড়ীর কথা লেখা থাকে, তার ঠিকানা নেই ; দশখানা পড়তে পড়তে একখানায় হয় ত পাওয়া যেতে পারে। আর, যে সব কাগজ রোজ পড়ে, সেই জানে, কোথায় কোন দেশের খবর থাকে ; সে যেমন দরকার হলে বার কবৃতে পারে, অন্তে তেমন পারে না । - পাঠক। আরে জামাইবাবু! তব, হামারা কিয়া উপায় হোয়েী ? : - রাখাল। উপায় ত বল্লুম। কর্তাবাবুকে জিজ্ঞাসা করো। তিনি যখন কাল সকালে চা খেয়ে খবরের কাগজ পড়বেন, তখন জিজ্ঞাসা করে। আর দেখ, জিজ্ঞাসা করলে তিনি গোসা হবেন, তোমাকে ধমক দেবেন, বকৃবেন। কারণ, তাকে অনেক খুঁজে দেখে বলতে হবে ; তা তুমি ভয় পেও না, আর কিছুতেই ছেড় না। নেহাৎ তখন না বলেন, অন্ত দিন এক সময়ে জিজ্ঞাসা করিও। সে দিন না বলেন, আর এক দিন ধরে পড়ে।